পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ لأنه সৌভাগ্যক্রমে, কিয়ৎ ক্ষণ পরে, এণ্টোনিয় এক দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিল। তদর্শনে রজর, আহলাদে অধৈৰ্য্য হইয়া, উচ্চৈঃস্বরে কহিল, আমার বন্ধু জীবিত আছেন, আমার বন্ধু জীবিত আছেন ; জগদীশ্বরের কৃপায় এখন উহার প্রাণত্যাগ হয় নাই । নাবিকেরা, তাহার চৈতন্যসম্পাদনের নিমিত্ত, বিস্তর চেষ্টা করিতে লাগিল। কিয়ৎ ক্ষণ পরে, নয়নদ্বয় উন্মীলিত করিয়া, এণ্টোনিয় স্বীয় প্রিয় বয়স্তের দিকে দৃষ্টিপাত করিয়া কহিল, রজর । আমি যে তোমার প্রাণরক্ষা করিতে পারিয়াছি, এজন্য জগদীশ্বরকে ধন্যবাদ দাও । রজর, এণ্টোনিয়ের চেতনাসঞ্চার ও নয়নোন্মীলন দর্শনে এবং অমৃতায়মান বাক্যশ্রবণে, আহলাদসাগরে মগ্ন হইল। তদীয় নয়নযুগল হইতে প্রবল বেগে, বাষ্পবারি বিগলিত হক্টতে লাগিল । কিয়ৎ ক্ষণ পরে, সেই বোট জাহাজের নিকট উপস্থিত হইল। জাহাজস্থিত লোকেরা, নাবিকদিগের মুখে সবিশেষ সমস্ত শ্রবণ করিয়া, কারুণ্যরসে পরিপূর্ণ হইল, এবং তাহদের প্রতি সাতিশয় স্নেহ ও দয়া প্রদর্শন করিতে লাগিল । ঐ জাহাজ মালাগাপ্রদেশে যাইতেছিল ; তথায় উপস্থিত হইয়া, তাহদের দুই বন্ধুকে সেই স্থানে অবতীর্ণ করিয়া দিল। তাহার, আন্তরিক কৃতজ্ঞতা প্রদর্শনপূর্বক, তাহাদের দয়া ও সৌজন্যের নিমিত্ত অশেযবিধ সাধুবাদ প্রদান করিয়া, অশ্রুপুর্ণ নয়নে তাহাদের নিকট বিদায় লইল । এই ঘটনা দ্বারা দুষ্ট বন্ধুর চিরবদ্ধিত অকৃত্রিম প্রণয় সহস্র গুণে বৃদ্ধিপ্রাপ্ত হইল। অতঃপর উভয়কে পৃথক পৃথক স্থানে যাইতে হইবেক, সুতরাং পরস্পর বিচ্ছেদ অপরিহার্য্য হইয়। উঠিল। কি রূপে এরূপ বন্ধুর বিচ্ছেদযাতন সহা করিব, এই ভাবনায় উভয়ে নিতান্ত অস্থির হইল ; অবশেষে, বাষ্পাকুল লোচনে গদগদ বচনে প্রণয়রসপূর্ণ সম্ভাষণ ও বারংবার গাঢ় আলিঙ্গন করিয়া, স্ব স্ব জন্মভূমি, পরিবার ও আত্মীয়বর্গের উদ্দেশে প্রস্থান করিল। পিতৃভক্তি ও পতিপরায়ণতা পুৰ্ব্ব কালে, গ্রীস দেশের অন্তঃপাতী স্পার্ট নগরে, লিয়নিডাস নামে রাজা ছিলেন। তাহার খিলোনিস নামে সৰ্ব্বগুণসম্পন্ন তনয় ছিল। ঐ নগরে ক্লিয়ম্বে টুসনামক এক সন্ত্রাস্ত ব্যক্তি ছিলেন । লিয়নিডাস র্তাহার সহিত কন্যার বিবাহ দেন । এই কন্যা পিত। ও পতি উভয়ের প্রতি এরূপ ভক্তিমতী ও স্নেহশালিনী ছিলেন যে, আবশ্যক হইলে র্তাহীদের জন্যে অকাতরে প্রাণ পৰ্য্যন্ত পরিত্যাগ করিতে পারিতেন ; এবং তাহারাও উভয়ে ፃ »