পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ Wり বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা লইয়া তাহাদিগকে আক্রমণ করিল। অনেকই পঞ্চত্র প্রাপ্ত হইল, একমাত্র ইঙ্কল, পলাইয়া, অলক্ষিত রূপে, সন্নিহিত অরণ্যে প্রবেশ করিল। প্রাণভয়ে দ্রুত পদে ধাবমান হইয়া, সে অরণ্যের অতি নিবিড় অংশে উপস্থিত হইল। ভয়ে ও শ্রমে সে নিতান্ত নিবীৰ্য্য হইয়াছিল, এক গণ্ড শৈলের নিকটে গিয়া, আর চলিতে না পারিয়া, ভূতলে পতিত হইল। এই সময়ে, ঐ প্রদেশের অধিপতির কন্যা, ইয়ারিকে নামী কামিনী, যদুচ্ছাক্রমে, সেই স্থানে ভ্রমণ করিতে ত্যাসিয়াছিল। সে সহসা ঐ স্থান উপস্থিত হইয়া, এক ইয়ুরোপীয়কে মৃতকল্প পতিত দেখিয়া, প্রথমতঃ চকিত হইয়া উঠিল ; কিন্তু, তদীয় তাকার দর্শনে বুঝিতে পারিল, এ ব্যক্তি, বিপদগ্ৰস্ত হইয়া, এরূপ অবস্থাপন্ন হইয়াছে । স্ত্রীজাতির অন্তঃকরণ স্বভাবতঃ দয়ার্দ্র ও স্নেহপরিপূর্ণ। ইঙ্কলের এই অবস্থ। দর্শনে, ইয়ারিকোর অন্ত:করণে স্নেহ ও দয়ার সঞ্চার হইল। ইয়ারিকে, সঙ্কেত বিশেষ দ্বারা অভয়প্রদান করিয়া, ইঙ্কলকে এক গিরিবিবরে লইয়া গেল, সে ক্ষুধায় তৃষ্ণায় অতিশয় কাতর হইয়াছে বুঝিতে পারিয়া, স্বল্পসময়মধ্যে সুস্বাদ ফল মূল সংগ্ৰহ করিয়া, আহারার্থে প্রদান করিল, এবং পানার্থে এক নিমল নিবার দেখাষ্টয়া দিল। এই রূপে ক্ষুন্নিবৃত্তি ও পিপাসাশাস্তি হইলে, ইঙ্কলের শরীরে বলাধান হইল ; তখন সে সঙ্কেত দ্বারা সেই কামিনীর নিকট কৃতজ্ঞতা প্রদর্শন করিল। কিয়ৎ ক্ষণ রে, ইয়ারিকে তথা হইতে প্রস্থান করিল, এবং একখানি সুদৃশ্য পশুচৰ্ম্ম অনিয়, তাহার শয়নার্থে প্রদান করিল। সে দিবস সা" কলি পৰ্য্যন্ত সেই স্থানে থাকিয়, তাহাকে সঙ্কেত দ্বারা অভয়প্রদানপুৰ্ব্বক, ঐ নিভৃত স্থানে রাত্রিযাপন করিতে কহিয়, ইয়ারিকে স্বীয় আবাসে প্রতিগমন করিলে, ইঙ্কল একাকী সেই গুহাগুহে রজনী যাপন করিল। পর দিন প্রভাত হইবামাত্র, ইয়ারিকে ইঙ্কলের নিকট উপস্থিত হইল, এবং অরণ্য হইতে নানাবিধ স্বরস ফল মূল আহরণ করিয়া, আহারার্থে প্রদান করিল। তাহার আহার সমাপ্ত হইলে, ইয়ারিকে। তদীয় সন্নিকটে উপবিষ্ট হইল। ইঙ্কল অতি সুত্ৰ সুগঠন পুরুষ ; কিয়ৎ ক্ষণ অবিচলিত নয়নে তাহার রূপলাবণ্য অবলোকন করিয়া, ইয়ারিকে তদীয়হস্তগ্রহণপূর্বক আপনার হস্তের সহিত তুলনা করিতে লাগিল, তাহার বক্ষঃস্থলের বসনোদঘাটন করিয়া নিরীক্ষণ করিল, পরে চিবুক ধারণ করিয়া মুখ নাসিক নয়ন প্রভৃতি প্রত্যেক অবয়ব পরীক্ষা করিতে লাগিল। নিতান্ত ইচ্ছ, তাহার সহিত কথোপকথন করে, কিন্তু পরস্পরের ভাষার বিজাতীয় বিভিন্নতা প্রযুক্ত, তাহ সম্পন্ন হইয়া উঠিল না। ফলতঃ ক্রমে ক্রমে ইঙ্কলের উপর ঐ কামিনীর অত্যন্ত স্নেহ ও অনুরাগ জন্মিল ।