পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ ® ዓ› নিকৃষ্ট কষ্টদায়ক কৰ্ম্মে নিযুক্ত রাখিত। একদা যুবটে, এই নগরে গিয়া, তত্ৰত্য এক সন্ত্রাস্ত ব্যক্তির সহিত সাক্ষাৎ করিতে যাইতেছেন, এমন সময়ে দেখিতে পাইলেন, এক অল্পবয়স্ক খৃষ্টীয় দাস পথের ধারে মাটি কাটিতেছে ; তাহার দুই চরণ লোহশূঙ্খলে বদ্ধ ; তদীয় আকার প্রকার দেখিয়া, ভদ্রসন্তান বলিয়। স্পষ্ট প্রতীতি হইল ; যে কষ্টসাধ্য কৰ্ম্মে নিযুক্ত আছে, সে কোন ক্রমেই তাহা করিতে পারিতেছে না ; এক এক বার কৰ্ম্ম করিতেছে, এক এক বার বিরত হইয়া, দীর্ঘনিশ্বাসত্যাগ ও অশ্রুবিসর্জন করিতেছে । এই ব্যাপার দর্শনে, যুবটোর অন্তঃকরণে সাতিশয় দয়ার উদয় হইল। তিনি ইটালিক ভাষায় তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন । সে স্বদেশীয়ভাযtশ্রবণে স্বদেশীয়জ্ঞানে, তাহার দিকে মুখ ফিরাইয়া দাড়াইল, এবং শোকাকুল বচনে আপন দুরবস্থা কীৰ্ত্তন করিতে লাগিল । কিয়ৎ ক্ষণ কথোপকথনের পর, সে কহিল, আমি জেনোয়ার প্রধান বিচারক এডর্ণের পুত্র। এই কথা কর্ণগোচর হইবামাত্র, নির্বাসিত বণিক চকিত হইয়া উঠিলেন, তৎকালে ভাবগোপন করিয়া, তৎক্ষণাৎ তথা হইতে প্রস্থান করিলেন, যে ব্যক্তি এডণোর পুত্রকে দাস করিয়া রাখিয়াছিলেন, তাহার অনুসন্ধান করিয়া, তদীয় আলয়ে গমন করিলেন, এবং র্তাহার সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসিলেন, আপনি কি লইয়া এই খৃষ্টীয় যুবককে দাসত্বমুক্ত করিতে পারেন । তিনি কহিলেন, আমার এরূপ বোধ আছে, ঐ যুবক ধনবান লোকের সন্তান, এজন্য আমি পাচসহস্র টাকার নুনে উহাকে ছাড়িয়া দিব না। যুবটে, তৎক্ষণাৎ ঐ টাকা দিয়া, সেই যুবকের দাসত্বমোচন করিলেন । এই রূপে আপন অভিপ্রেত সিদ্ধ হওয়াতে, তিনি আন্তরিক পরিতোষলাভ করিলেন, এবং অবিলম্বে এক ভূত্য ও এক উত্তম পরিচ্ছদ সমভিব্যাহারে লইয়া, সেই যুবকের নিকট উপস্থিত হইয়া কহিলেন, আহে যুবক ! তুমি স্বাধীন হইয়াছ, আর তোমায় মুসলমানদিগের দাসত্ব করিতে হইবে না। এই বলিয়া, তিনি স্বহস্তে তদীয়শৃঙ্খলমোচনপূর্বক, নূতন পরিচ্ছদ পরিধান করাইয়া দিলেন । সে, চমৎকৃত ও হতবুদ্ধি হইয়া, এই সমস্ত ব্যাপার স্বপ্নদর্শনবৎ বোধ করিতে লাগিল, এবং সে যে যথার্থই দাসত্বশৃঙ্খল হইতে মুক্ত হইয়াছে, কোন ক্রমেই তাহার এরূপ প্রতীতি জন্মিল না । কিন্তু যখন যুবটো, আপন আবাসে লইয়া গিয়া, তাহার প্রতি স্বীয় সন্তানের ন্যায় স্নেহপ্রদর্শন করিতে লাগিলেন, তখন তাহার অন্তঃকরণ হইতে সকল সংশয় অপসারিত হইল। সেই যুবক, যুবর্টোর এই অসাধারণ দয়ার কার্য্য ও অলোকসামান্ত সৌজন্য দর্শনে মোহিত ও বিস্মিত হইয়া, তদীয় আবাসে কতিপয় দিবস অবস্থিতি করিল।