পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ « ዓm এডর্ণো, ব্যস্ত হইয়া, সেই পত্রের উদঘাটন করিলেন। পত্রের মৰ্ম্ম এই, আপনি যে পাপিষ্ঠ নীচের সন্তানকে, যৎপরোনাস্তি গৰ্বিবত বাক্যে ভৎসনা করিয়া, সৰ্ব্বস্ব হরণপূর্বক, নির্বাসিত করিয়াছিলেন, সেই নরাধম আপনকার একমাত্র পুত্রকে দাসত্বশৃঙ্খল হইতে মুক্ত করিয়াছে। পত্র পাঠ করিয়া এডর্ণে, পূৰ্ব্বকৃত নিজ নৃশংস আচরণ ও যুবর্টোর অসাধারণ দয়া ও সৌজন্য প্রদর্শন, এ উভয়ের তুলনা করিয়া যৎপরোনাস্তি ক্ষুব্ধ ও লজ্জায় অধোবদন হইলেন । এই সময়ে তাহার পুত্র, ভক্তিরসে পরিপূর্ণ হইয়া যুবর্টোর স্নেহ, দয়া ও সৌজন্যের সবিস্তর বর্ণন করিতে লাগিল । এ ঋণের পরিশোধ নাই বুঝিতে পারিয়া, এডণে সাধ্যানুসারে প্রত্যুপকারকরণে কৃতসংকল্প হইলেন, এবং যাবতীয় সন্ত্রাস্তদিগকে সম্মত করিয়া, যুবটোকে পত্র লিখিলেন, আপনি আমীয় জন্মের মত কিনিয়া রাখিয়াছেন ; আপনি যে কেমন মহানুভব ব্যক্তি, তাহ। আমি এত দিনে বুঝিতে পারিলাম। প্রার্থন এই, আপনি আমার পূর্বাপরাধ মার্জন করিয়া, আমায় বন্ধু বলিয়। গণনা করিবেন। আপনকার পক্ষে যে নির্বাসনের আদেশ হইয়াছিল, তাহ। রহিত হইয়াছে ; এক্ষণে, আপনি অনায়াসে জেনোয়ায় আসিয়া অবস্থিতি করিতে পারেন । অল্প দিনের মধ্যেই, যুবটে। জেনোয়ায় প্রত্যাগমন করিলেন, এবং সৰ্ব্বসাধারণের সম্মানাস্পদ হইয়া, মুখে ও স্বচ্ছন্দে কালযাপন করিতে লাগিলেন। অপত্যস্নেহের একশেষ আমেরিকার অন্তঃপাতী চিলিনামক জনপদে সানফরনাণ্ডে নামে এক নগর আছে। যাটি বৎসরের অধিক অতীত হইল, তথায় স্পেনদেশীয় মিসনরিদিগের এক আশ্রম ছিল । ঐ আশ্রমের অধ্যক্ষ মহোদয়ের এই ব্যবসায় ছিল, তিনি অস্ত্রধারী ভৃত্যবর্গ সমভিব্যাহারে লইয়া, অসহায় আদিম নিবাসীদিগের শিশু সন্তান হরণ করিয়া আনিতেন, এবং তাহাদিগকে খৃষ্টান করিয়া, দাসের হ্যায়, সজাতীয়বর্গের পরিচর্য্যায় নিযুক্ত রাখিতেন । একদ, তিনি ঐ উদ্দেশে জলপথে প্রস্থান করিলেন ; এক স্থানে উপস্থিত হইয়া, নৌকাবন্ধনের আদেশ দিলেন ; ভূত্যদিগকে তীরে অবতীর্ণ করিয়া, শিশুসংগ্রহের নিমিত্ত প্রেরণ করিলেন, এবং স্বয়ং সেই নৌকায় অবস্থিতি করিতে লাগিলেন। তদীয় ভূত্যের