পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ ዓዪ) বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা না । ঈদৃশ প্রবল প্রতিবন্ধক সত্ত্বে, অতিদুঃসাহসিক ব্যক্তিও, সাহস করিয়া, স্থলপথে জীবিত হইতে সানফরনাণ্ডোপ্রস্থানে উদ্যত হইতে পারে না । কিন্তু, স্থতবিরহবিধুর জননীর পক্ষে এই সমস্ত প্রতিবন্ধক প্রতিবন্ধক বলিয়াই গণনীয় নহে । সেই হতভাগ। নারী এই চিন্তা করিতে লাগিল, আমার পুত্রেরা সানফরনাণ্ডোতে রহিল ; আমি তাহদের বিরহে, একাকিনী এখানে থাকিয়া, কোন ক্রমে প্রাণধারণ করিতে পারিব না ; তাহারাও, আমার আদর্শনে, শোকাকুল হইয়া, নিঃসন্দেহ, প্রাণত্যাগ করিবেক ; অতএব, আমি অবশ্য তাহদের নিকটে যাইব, এবং যে রূপে পারি, খৃষ্টধৰ্ম্মাবলম্বীদিগের হস্ত হইতে উদ্ধার করিয়া, তাহাদিগকে তাহাদের পিতার নিকটে লইয়। যাইব । তিনি আবাসে আসিয়া, আমাদিগকে দেখিতে ন পাইয়া, কতই বিলাপ ও কতই পরিতাপ করিতেছেন, আমরা অকস্মাৎ কোথায় গেলাম, কিছুই অনুধাবন করিতে না পারিয়া, ইতস্ততঃ কতই অনুসন্ধান করিতেছেন, এবং কোন সন্ধান করিতে ন পারিয়া, হতবুদ্ধি ও ম্ৰিয়মাণ হইয়া, যার পর নাই অসুখে ও দুর্ভাবনায় কালহরণ করিতেছেন । পুত্রেরাও মাতৃশোকে ও ভ্রাতৃশোকে আহার নিদ্রা পরিত্যাগ করিয়াছে, এবং অহোরাত্ৰ হাহাকার করিতেছে। সেই স্ত্রীলোকের পলাইবার কোন আশঙ্কা নাই, এই ভাবিয়া, আশ্রমবাসীরা তাহার রক্ষণবিষয়ে সবিশেষ মনোযোগ রাখে নাই ; আর প্রহার ও দৃঢ় বন্ধন দ্বারা তাহার হস্তদ্বয় ক্ষত বিক্ষত হইয়া যায়, এজন্য আশ্রমের পরিচারকেরা, কর্তৃপক্ষের অগোচরে, তাহার হস্তের বন্ধন কিঞ্চিৎ শিথিল করিয়া দিয়াছিল। সে, পুত্রদিগকে দেখিবার নিমিত্ত নিতান্ত অধৈৰ্য্য হইয়া, দস্ত দ্বার। হস্তের বন্ধনচ্ছেদনপূর্বক, গৃহ হইতে বহির্গত হইল, সাধ্য অসাধ্য বিবেচনা না করিয়া, সানফরনাণ্ডে উদ্দেশে প্রস্থান করিল, এবং চতুর্থ দিবস প্রত্যুষে, সেই স্থানে উপস্থিত হইয়া, যে কুটীরে তাহার পুত্রদিগকে রুদ্ধ করিয়া রাখিয়াছিল, উহার চতুর্দিকে উন্মত্তার প্রায় পরিভ্রমণ করিতে লাগিল । এই হতভাগা নারী যেরূপ দুঃসাধ্য ব্যাপার সমাধান করিয়াছিল, অসাধারণ বলবান ও অত্যন্ত সাহসী পুরুষেরাও তাহাতে প্রবৃত্ত হইতে পারে না। বর্ষাকালে তাদৃশ দুষ্প্রবেশ দুরতিক্রম হিংস্ৰজন্তুপরিবৃত অরণ্য অতিক্রম করা কোন ক্রমে সহজ ব্যাপার নহে । প্রহারে ও অনাহারে সে নিতান্ত নিবীৰ্য্য হইয়াছিল ; বর্ষার প্রাবল্যনিবন্ধন জলপ্লাবন হওয়াতে, সেই অরণ্যের অধিকাংশ জলমগ্ন হইয়াছিল ; মধ্যে মধ্যে সন্তরণ দ্বারা বহুসংখ্যক নদীও অতিক্রম করিতে হইয়াছিল। এই চারি দিন কি আহার করিয়া প্রাণধারণ করিলি,