এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিদ্যাসাগর-স্মৃতি-সংরক্ষণ-সমিতির বহু পরিকল্পনার মধ্যে বাঙালীর তীর্থস্থান ‘বীরসিংহ' পর্যন্ত রাজবর্ত্ম-নিমাণকার্য, বিদ্যাসাগরের জন্মস্থানে স্মৃতিস্তম্ভ-নির্মাণ, পাঠাগার-স্থাপন ও মেদিনীপুর শহরে “বিদ্যাসাগর হল” নামে একটি বৃহৎ ভবনের কার্য সম্পন্ন হইয়াছে। এই গ্রন্থাবলীর বিক্রয়লব্ধ অর্থও সমিতির পরিকল্পনায় অন্যন্য কার্যে ব্যয়িত হইবে।
অবশেষে কলিকাতার রঞ্জন পাবলিশিং হাউস এই পুস্তক মুদ্রণে তৎপরতা ও সুরুচির পরিচয় দিয়া আমাদের ধন্যবাদভাজন হইয়াছেন। ইতি
বিদ্যাসাগর-স্মৃতি-সংরক্ষণ-সমিতি'র পক্ষে
- মেদিনীপুর শ্রীচিত্তরঞ্জন রায়
২রা চৈত্র, ১৩৪৬ শ্রীজ্ঞানেন্দ্রনাথ চৌধুরী
শ্রীপার্বতীচরণ চক্রবর্তী
সম্পাদক