পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা "לס\ এইরূপ রোষবশ হইয়া, কেন্সিলের মেম্বরের এবংবিধ গুরুতর বিষয়ে বাদানুবাদ করিতে লাগিলেন। পরিশেষে এই নিৰ্দ্ধারিত হইল, দেশীয় লোকের বাণিজ্যেই পূর্ব নিরূপিত শুল্ক থাকে, এই বিষয়ে উপরোধ করিবার নিমিত্ত, আমিয়ট ও হে সাহেব মীর কাসিমের নিকট গমন করুন। তাহারা, তথায় পহুছিয়া, নবাবের সহিত কয়েক বার সাক্ষাৎ করিলেন। প্রথমতঃ বোধ হইয়াছিল, সকল বিষয়েরই নির্বিবাদে নিম্পত্তি হইতে পারিবেক। কিন্তু, পাটনার কুঠীর অধ্যক্ষ এলিস সাহেবের উদ্ধত আচরণ দ্বার, মীমাংসার আশা এক বারে উচ্ছিন্ন হইল। কোম্পানির সমুদয় কৰ্ম্মকারকের মধ্যে, এলিস অত্যন্ত দুবৃত্ত ছিলেন। নবাব আমিয়ট সাহেবকে বিদায় দিলেন ; কিন্তু তাহার যে সকল কৰ্ম্মকারক কলিকাতায় কয়েদ ছিল, হে সাহেবকে তাহাদের প্রতিভূ স্বরূপ আটক করিয়া রাখিলেন। আমিয়ট সাহেব নবাবের হস্তবহির্ভূত হইয়াছেন বোধ করিয়া, এলিস সাহেব অকস্মাৎ পাটনা আক্রমণ ও অধিকার করিলেন । কিন্তু তাহার সৈন্য সকল সুরাপানে মত্ত ও অত্যন্ত উচ্ছঙ্খল হওয়াতে, নবাবের এক দল বহুসংখ্যক সৈন্য আসিয়া পুনর্বার নগর অধিকার করিল ; এলিস ও অন্যান্য যুরোপীয়ের রুদ্ধ ও কারাগারে নিক্ষিপ্ত হইলেন । মীর কাসিম, পাটনার এই বৃত্তান্ত শুনিয়া, বোধ করিলেন, এক্ষণে নিঃসন্দেহ ইঙ্গরেজদিগের সহিত যুদ্ধ ঘটিবেক । অতএব, তিনি সমস্ত মফঃসল কুঠার কৰ্ম্মকারক সাহেবদিগকে রুদ্ধ করিতে ও অমিয়ট সাহেবের কলিকাতা যাওয়া স্থগিত. করিতে আজ্ঞা দিলেন । আমিয়ট সাহেব মুরশিদাবাদে পহুছিয়াছেন, এমন সময়ে নগরাধ্যক্ষের নিকট ঐ আদেশ উপস্থিত হওয়াতে, তিনি ঐ সাহেবকে ডাকিয় পাঠাইলেন। সাহেব উক্ত আদেশ অমান্ত করাতে, দাঙ্গা উপস্থিত হইল ; ঐ দাঙ্গাতে তিনি পঞ্চস্থ পাইলেন। মীর কাসিম, শেঠবংশীয় প্রধান বণিকদিগকে ইঙ্গরেজের অনুগত বলিয়া সন্দেহ করিতেন ; এজন্য তাহাদিগকে মুরশিদাবাদ হইতে আনাইয়া মুঙ্গেরে কারারুদ্ধ করিয়া রাখিলেন। আমিয়ট সাহেবের মৃত্যু এবং এলিস সাহেব ও তদীয় সহচরবর্গের কারাবরোধের সংবাদ কলিকাতায় পহুছিলে, কোন্সিলের সাহেবের অবিলম্বে যুদ্ধারম্ভ করা নিৰ্দ্ধারিত করিলেন। বান্সিটার্ট ও হেষ্টিংস সাহেব, ইহা বুঝাইবার নিমিত্ত, বিস্তর চেষ্টা পাইলেন যে, মীর কাসিম পাটনায় যে কয়েক জন সাহেবকে কয়েদ করিয়া রাখিয়াছেন, তাহাদের যাবৎ উদ্ধার না হয়, অন্ততঃ, তাবৎ কাল পর্য্যস্ত, ক্ষান্ত থাকা উচিত ; কিন্তু তাহ ব্যর্থ হইল। অধিকাংশ মেম্বরের সম্মতি ক্রমে, ইঙ্গরেজদিগের সৈন্য যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হইল।