পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

« ዓbr বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা তাহাকে জিজ্ঞাসা করিলেন, আহে বালক ! তোমার আকার প্রকার ও প্রার্থনাপ্রণালী দেখিয়া স্পষ্ট বোধ হইতেছে, তুমি অতি অল্প দিন ভিক্ষা করিতে আরম্ভ করিয়াছ । এই কথা শ্রবণমাত্র, বালক কহিল, মহাশয় । আমি, ইহার পূৰ্ব্বে কখন কাহার নিকট ভিক্ষা করি নাই ; আমাদের অত্যন্ত দুরবস্থা ও বিপদ ঘটিয়াছে। এজন্য আজি ভিক্ষা করিতে আসিয়াছি। অল্প দিন হইল, আমার পিতৃবিয়োগ হইয়াছে ; আমাদের কেহ সহায় নাই, এবং নির্বাহের কোন উপায় নাই ; আমরা দুই সহোদর, আমি জ্যেষ্ঠ ; আমাদের জননী আছেন, তিনি অত্যন্ত পীড়িত হইয়া শয্যাগত রহিয়াছেন। সম্রাট, জিজ্ঞাসা করিলেন, কে তোমার জননীর চিকিৎসা করিতেছে। বালক কহিল, মহাশয় । তিনি বিনা চিকিৎসায় পড়িয়া আছেন ; চিকিৎসককে দিতে, অথবা চিকিৎসক যে ঔষধের ব্যবস্থা করিবেন তাহা কিনিতে, পারি, আমাদের এমন সঙ্গতি নাই ; সেই জন্যেই ভিক্ষা করিতে আসিয়াছি। দীন বালকের মুখে দুরবস্থাবর্ণন শ্রবণ করিয়া, সম্রাটের হৃদয়ে প্রভূত কারুণ্যরস উচ্ছলিত হইল। তিনি, শোকপূর্ণ দীর্ঘ নিশ্বাস পরিত্যাগপূর্বক, সেই বালকের বাটার ঠিকানা জানিয়া লইলেন এবং তাহার হস্তে কতিপয় মুদ্র প্রদানপুৰ্ব্বক কহিলেন, তুমি সত্বর তোমার জননীর নিমিত্ত চিকিৎসক লইয়া যাও, কোন খানে বিলম্ব করিও না । বালক, মুদ্রালাভে প্রফুল্ল হইয়া, চিকিৎসক আনিবার নিমিত্ত, দ্রুত বেগে প্রস্থান করিল। এ দিকে, সম্রাট, অন্বেষণ করিতে করিতে, সেই বালকের আলয়ে উপস্থিত হইলেন, এবং দর্শনমাত্র বুঝিতে পারিলেন, বালক যেরূপ বর্ণন করিয়াছিল, তাহাদের দুরবস্থা তদপেক্ষা অনেক অধিক ; দেখিলেন, তাহার জননী শয্যাগত আছে ; আর, একটি শিশু সন্তান, নিতান্ত অশান্ত হইয়া, তাহার পাশ্বে রোদন ও উৎপাত করিতেছে। তিনি, তাহার নিকটবৰ্ত্তী হইয়া, চিকিৎসাব্যবসায়ী বলিয়া, আপন পরিচয় দিলেন, এবং অত্যন্ত সদয় ভাবে, মৃদ্ধ বচনে, তাহার পীড়ার বিষয়ে সবিশেষ সমস্ত জিজ্ঞাসা করিতে লাগিলেন । তদীয় সদয় ভাব অবলোকন ও কোমল সম্ভাষণ শ্রবণ করিয়া, সেই স্ত্রীলোক কহিল, মহাশয় কয়েক দিবস অবধি আমার অত্যন্ত পীড়া হইয়াছে বটে, কিন্তু আমি পীড়া অপেক্ষ দূরবস্থায় অধিক অভিভূত হইয়াছি ; আমার ছৰ্ভাগ্যের বিষয়ে আপনকার নিকটে কি পরিচয় দিব । অল্প দিন হইল, স্বামীর মৃত্যু হইয়াছে ; যাহা কিছু সংস্থান ছিল, অমুক বণিক দেউলিয়া হওয়াতে, সমস্ত লোপ পাইয়াছে ; আমার ছুটি সন্তান, ছুটিই শিশু ; উহাদের প্রতিপালনের কোন উপায় নাই ; বিশেষতঃ, আমার উৎকট রোগ জন্মিয়াছে,