পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"নীতিবোধ’ পুস্তকটি রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লিখিত ও র্তাহারই নামে প্রচারিত। তাহার লিখিত “বিজ্ঞাপন” হইতেই আমরা জানিতে পারি যে, ঐ পুস্তকের প্রথম সাতটি প্রস্তাব বিদ্যাসাগর মহাশয়ের রচিত। এই সাক্ষ্য মানিয়া লইয়া আমরা নীতিবোধে’র ঐ সাতটি প্রস্তাব বিদ্যাসাগরগ্রন্থাবলী’র অন্তভুক্ত করিলাম। এই পুস্তকের “বিজ্ঞাপনে” পুস্তকের রচনা সম্বন্ধে লিখিত হইয়াছে— “রবট ও উইলিয়ম চেম্বস, বালকদিগের নীতিজ্ঞানার্থে ইঙ্গরেজী ভাষায় মারাল ক্লাস বুক্‌ নামে যে পুস্তক প্রচারিত করিয়াছেন, এই নীতিবোধ তাহার সারাংশ সঙ্কলন করিয়া সঙ্কলিত হইল ; ঐ পুস্তকের অবিকল অনুবাদ নহে ।” রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সাক্ষ্যটিও নিম্নে মুদ্রিত হইল – “পরিশেষে কৃতজ্ঞতা প্রদর্শন পূৰ্ব্বক অঙ্গীকার করিতেছি, শ্ৰীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পরিশ্রম স্বীকার করিয়া আদ্যোপান্ত সংশোধন করিয়া দিয়াছেন, এবং তিনি সংশোধন করিয়াছেন বলিয়াই আমি সাহস করিয়৷ এই পুস্তক মুদ্রিত ও প্রচারিত করিলাম। এ স্থলে ইহাও উল্লেখ করা আবশ্বক যে, তিনিই প্রথমে এই পুস্তক লিখিতে আরম্ভ করেন । পশুগণের প্রতি ব্যবহার, পরিবারের প্রতি ব্যবহার, প্রধান ও নিকৃষ্টের প্রতি ব্যবহার, পরিশ্রম, স্বচিস্তা ও স্বাবলম্বন, প্রত্যুৎপন্নমতিত্ব, বিনয়, এই কয়েকটি প্রস্তাব তিনি রচনা করিয়াছিলেন ; এবং প্রত্যেক প্রস্তাবের উদাহরণ স্বরূপ যে সকল বৃত্তান্ত লিখিত হইয়াছে, তন্মধ্যে নেপোলিয়ন বোনাপার্টের কথাও তাহার রচনা ।”