পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীতিবোধ—পরিশ্রম @brዓ যে ব্যক্তি আহ্নিক, মাসিক, অথবা বার্ষিক নিয়মে বেতন গ্রহণ পূর্বক অন্যের কৰ্ম্ম করে, তাহাকে ভূত্য কহে। ভূত্যের কৰ্ত্তব্য, স্বীয় প্রভুর কার্য্য সম্পাদনে সদা অবহিত থাকে ও র্তাহার সমুচিত সম্মান করে। প্রভুরও কৰ্ত্তব্য, ভূত্যের প্রতি দয়া ও সৌজন্য প্রদর্শন করেন। ভূত্যের প্রতি এইরূপ ব্যবহার করিলে, সে সন্তুষ্ট চিত্তে ও সুচারু রূপে প্রভুর কার্য্য নির্বাহ করে। কিন্তু তিনি কার্কশ্ব প্রয়োগ অথবা প্রভুত্ব প্রদর্শন করিলে, সেরূপ হইবার বিষয় নহে। প্রভুর সৌজন্য দেখিলে, ভূত্যের প্রভুভক্ত ও প্রভুকাৰ্য্য সম্পাদনে একান্ত অনুরক্ত হইয় উঠে। প্রভুপরায়ণ ভূত্যের প্রভুর নিমিত্ত প্রাণান্ত পৰ্য্যন্তও স্বীকার করিয়া থাকে । পরিশ্রম আমাদিগের আজীব, আরাম ও সৌকর্য্যার্থে যে সকল বস্তু আবশ্যক, পুথিবীতে উৎসমুদায়ের উৎপাদিকা শক্তি আছে। কিন্তু মনুষ্যের কায়িক পরিশ্রম ব্যতিরেকে ঐ সমস্ত বস্তু কোন মতেই পৰ্য্যাপ্ত পরিমাণে উৎপন্ন ও ব্যবহারযোগ্য হইতে পারে না । শ্রমসাধ্য কৃষি ব্যতিরেকে শস্ত জন্মে না। ভূগর্ভ হইতে ধাতুখনন ও তদ্বারা গৃহসামগ্রী নিৰ্ম্মাণ, বিনা শ্রম সম্পন্ন হয় না। পরিশ্রম না করিলে শণ, উর্ণা ও কাপাস হইতে বস্ত্র হয় না । এই সমস্ত ব্যাপার দ্বারা অর্থলাভ হয়। অর্থ জীবিকানিৰ্ব্বাহের একমাত্র উপায় । অতএব যে ব্যক্তি ইচ্ছানুরূপ অশন, বসন, ও প্রয়োজনোপযোগী অন্যান্ত দ্রব্য লাভের আকাজক্ষা করে, তাহার আলস্য ত্যাগ ও পরিশ্রম অবলম্বন করা উচিত ; তদ্ব্যতিরেকে অর্থাগমের উপায়ান্তর নাই । যে দেশের লোক শ্রমবিমুখ হইয়া কেবল যদৃচ্ছালব্ধ ফল মূল অথবা মৃগয়ালব্ধ মাংস দ্বারা উদরপূৰ্ত্তি করে তাহারা অসভ্য। আমেরিকার ও অষ্ট্রেলিয়ার আদিম নিবাসী লোক ও কাফ্রিজাতি অদ্যাপি এই অবস্থায় আছে। তাহারা অতি কষ্টে কালযাপন করে, উত্তমরূপ ভক্ষ্য ও পরিধেয় পায় না এবং অসময়ের নিমিত্ত কোন সংস্থান করিয়া রাখে না, এজন্য সৰ্ব্বদাই ভূরি ভূরি লোক অনাহারে প্রাণত্যাগ করে। s=sکا ع কিন্তু যেখানকার লোকেরা পরিশ্রম করে, তত্ৰত্য লোকের অবস্থা অনেক অংশে উত্তম। পশুপালন, কৃষি, বাণিজ্য ইত্যাদি নানা উপায় দ্বারা তাহার যেরূপ সুখ স্বচ্ছন্দে কাল যাপন করে, তাহ অসভ্য জাতির স্বপ্নের অগোচর। ফলতঃ, যে জাতি যেমন