পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ケ* বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা পরিশ্রম করে তাহাদের অবস্থা তদনুসারে উত্তম হয়। পৃথিবীর মধ্যে জৰ্ম্মন, সুইস, ফরাসি, ওলন্দাজ ও ইঙ্গরেজ এই কয়েক জাতি সৰ্ব্বাপেক্ষ অধিক পরিশ্রমী ; এই নিমিত্ত ইহাদিগের অবস্থাও সকল জাতির অপেক্ষা উৎকৃষ্ট । যে ব্যক্তি শ্রমবিমুখ হইয়া আলস্তে কালক্ষেপ করে, তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অপ্রতুল। যে ব্যক্তি শ্রম করে সে কখন কষ্ট পায় না, প্রত্যুত স্বচ্ছন্দে কাল যাপন করে । ফলতঃ যে যেমন পরিশ্রম করে, তাহার তদ্রুপ সুখ সমৃদ্ধি লাভ হয় । সংসারের যাবতীয় উত্তম বস্তু শ্রমলভ্য ; সুতরাং শ্রম ব্যতিরেকে সে সকল বস্তু লাভ করিবার উপায়াস্তর নাই। পরিশ্রম না করিলে স্বাস্থ্যরক্ষা ও সুখলাভ হয় না ; কিন্তু সাতিশয় পরিশ্রম করাও অবিধেয় ; যেহেতু তদ্বারা শরীর অত্যন্ত দুৰ্ব্বল হইয়া যায় ও রোগ জন্মে। প্রতিদিন দশ ঘণ্টা পরিশ্রম করিলে স্বাস্থ্য ভঙ্গের সম্ভাবনা নাই ! স্বচিন্তা ও স্বাবলম্বন মনুষ্যমাত্রেরই কৰ্ত্তব্য আপন জীবিকা নিৰ্ব্বাহ ও প্রাধান্ত প্রাপ্তি বিষয়ে অন্তদীয় সাহায্যের উপর নির্ভর না করিয়া স্বীয় উদ্যোগ ও উৎসাহকে একমাত্র উপায় স্বরূপ অবলম্বন করেন । অশন, বসন, অথবা অন্তবিধ অভিলষণীয় বস্তু লাভ বিষয়ে অন্তের আনুকূল্যের উপর নির্ভর করিয়া থাকা কদাচ উচিত নহে। আবশ্বক সমুদায় দ্রব্য পরিশ্রমলভ্য ; সুতরাং পরিশ্রম করিলেই অনায়াসে সকল বস্তু লাভ করিতে পারা যায়। বস্তুতঃ পরিশ্রম ভিন্ন জীবিকা নিৰ্ব্বাহ ও সাংসারিক সুখসম্ভোগের স্থির উপায় আর কিছুই নাই । অতএব শৈশবাবধি এরূপ অভ্যাস করা অতি আবশ্যক যে, কোন বিষয়ে অন্তের সাহায্য অপেক্ষ না করিতে হয়। বালকদিগের স্বয়ং বস্ত্রপরিধান, স্বয়ং মুখপ্রক্ষালন ও স্বহস্তে ভক্ষণ করিতে শিক্ষা করা উচিত ; জননী অথবা দাসদাসীগণ নিয়ত ঐ সকল ব্যাপার নির্বাহ করিবেক এমন আশা করিয়া থাকা কোন ক্রমেই বিধেয় নহে । বাল্যকালে পরম যত্নে বিদ্যাভ্যাস ও জ্ঞানোপার্জন সৰ্ব্বতোভাবে কৰ্ত্তব্য ; তাহ হইলে সংসারধৰ্ম্মে প্রবৃত্ত হইয়া অনায়াসে স্ব স্ব জীবিকা নিৰ্ব্বাহ করিবার কোন ভাবনা থাকে না। যে ব্যক্তি অন্যের উপর অধিক নির্ভর না করিয়া স্বীয় পরিশ্রমাদি দ্বারা জীবিকা