8 o বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা অসাধ্য বোধ করিয়া, সৈন্ত সহিত পাটনা প্রস্থান করিলেন । যে কয়েক জন ইঙ্গরেজ তাহার হস্তে পড়িয়ছিল, তিনি র্তাহাদিগকেও সমভিব্যাহারে লইয়া গেলেন । মুঙ্গের পরিত্যাগের পর দিন, র্তাহার সৈন্য রেবাতীরে উপস্থিত হইল। সেই স্থানে, র্তাহার শিবির মধ্যে, হঠাৎ অত্যন্ত গোলযোগ উপস্থিত হইল। সকল লোকই নদী পার হইয়া পলাইতে উদ্যত। দৃষ্ট হইল, কয়েক ব্যক্তি, এক শব লইয়া, গোর দিতে যাইতেছে। জিজ্ঞাসা করাতে কহিল, ইহা সৈন্তাধ্যক্ষ গর্গিন খার কলেবর। বিকালে, তিন চারি জন মোগল, তদীয় পটমণ্ডপে প্রবেশ করিয়া, তাহার প্রাণবধ করে। তৎকালে, উল্লিখিত ঘটনার এই কারণ প্রদর্শিত হইয়াছিল, তাহারা সেনাপতির নিকট বেতন প্রার্থনা করিতে যায় ; তিনি তাহাদিগকে হাকাইয়া দেওয়াতে, তাহারা তরবারির প্রহারে তাহার প্রাণবধ করে। কিন্তু, সে সময়ে তাহদের কিছুই পাওনা ছিল না। নয় দিবস পূৰ্ব্বে তাহারা বেতন পাইয়াছিল। বস্তুতঃ, ইহা এক অলীক কল্পনা মাত্র। এই অশুভ ঘটনার প্রকৃত কারণ এই যে, মীর কাসিম, স্বীয় সেনাপতি গগিন খার প্রাণবধ করিবার নিমিত্ত, ছল পূর্বক তাহাদিগকে পাঠাইয়া দেন। গর্গিনের খোজা পিক্রস নামে এক ভ্রাত কলিকাতায় থাকিতেন । বান্সিটার্ট ও হেষ্টিংস সাহেবের সহিত র্তাহার অতিশয় প্রণয় ছিল। পিক্রস, এই অনুরোধ করিয়া, গোপনে গগিনকে পত্র লিখিয়াছিলেন, তুমি নবাবের কৰ্ম্ম ছাড়িয়া দাও ; আর, যদি সুযোগ পাও, তাহাকে অবরুদ্ধ কর । নবাবের প্রধান চর, এই . বিষয়ের সন্ধান পাইয়া, রাত্রি দুই প্রহর একটার সময়ে, আপন প্রভুকে এই বলিয়া সাবধান করিয়া দেয় যে, আপনকার সেনাপতি বিশ্বাসঘাতক। তৎপরে, এক দিবস অতীত না হইতেই, আরমানি সেনাপতি গর্গিন খা পঞ্চতৃ প্রাপ্ত হয়েন। নবাবের সৈন্য সকল, প্রকৃত প্রস্তাবে শিক্ষিত হইয়াও, প্রতিযুদ্ধেই যে, ইঙ্গরেজদিগের নিকট পরাজিত হয়, গর্গিন খার বিশ্বাসঘাতকতাই তাহার এক মাত্র কারণ । তদনন্তর, মীর কাসিম সত্বর পাটনা প্রস্থান করিলেন। মুঙ্গের ইঙ্গরেজদিগের হস্তগত হইল। তখন নবাব বিবেচনা করিলেন, পাটনাও পরিত্যাগ করিতে হইবেক ; এবং, পরিশেষে, দেশত্যাগীও হইতে হইবেক । ইঙ্গরেজদের উপর র্তাহার ক্রোধের ইয়ত্তা ছিল না। তিনি, পাটনা পরিত্যাগের পূর্বে, সমস্ত ইঙ্গরেজ বন্দীদিগের প্রাণদণ্ড নিৰ্দ্ধারিত করিয়া, আপন সেনাপতিদিগকে, বন্দীগৃহে গিয়া, তাহাদের প্রাণবধ করিতে আজ্ঞা দিলেন। তাহার উত্তর করিলেন, আমরা ঘাতক নহি যে, বিনা যুদ্ধে প্রাণবধ
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।