পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১২ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ করিলেন, এই গ্রন্থ কাচা হইয়াছে, এবং সেই নিমিত্ত তিনি তৎক্ষণাৎ ঐ পুস্তক হস্তে লইয়৷ খণ্ড খণ্ড করিয়া ছিড়িয়া ফেলিলেন । কুম্ভকার তদর্শনে সাতিশয় সঙ্কুচিত হইলেন এবং অশেষ প্রয়াসে প্রথম সাত সৰ্গ মাত্র সঙ্কলন করিতে পারিলেন ; অবশিষ্ট দশ সর্গ বিলুপ্ত হইয়া গেল। এই অমূলক অকিঞ্চিৎকর কিংবদন্তী অবলম্বন করিয়া, অনেকেই সিদ্ধান্ত করিয়া রাখিয়াছেন, কুমারসম্ভবের প্রথম সাত সৰ্গই বিদ্যমান আছে, অবশিষ্ট দশ সর্গ একবারে লোপ পাইয়াছে। কুমারসম্ভবের যে শেষভাগের কথা উল্লিখিত হইল, ইহার পুস্তক বাঙ্গালা দেশে পাওয়া যায় না। বাঙ্গালা দেশে কুমারসম্ভবের অন্তাবিধ এক শেষ ভাগ আছে । এই শেষ ভাগ পাঠ করিলে, ইহা স্পষ্ট প্রতীয়মান হয়, কুমারসম্ভবের শেষ ভাগ বিলুপ্ত হইয়াছে এই স্থির করিয়া, এতদেশীয় কোন আধুনিক কবি ঐ অংশ রচনা করিয়া গিয়াছেন । উহ, পাঠ করিলে, কালিদাসের রচিত বলিয়া কোন ক্রমেই প্রতীতি জন্মিতে পারে না । কুমারসম্ভবে যে বৃত্তান্ত বর্ণিত হইয়াছে, শিবপুরাণেও তাহ দেখিতে পাওয়া যায়। এই দুই গ্রন্থে, ইতিবৃত্তের যেরূপ ঐক্য আছে, দুই এক শ্লোকেরও সেইরূপ ঐক্য দেখিতে পাওয়া যায়। (১) যদি শিবপুরাণকে বেদব্যাসবিরচিত, ও তদনুসারে কালিদাসের কুমারসম্ভব অপেক্ষা প্রাচীন, গ্রন্থ বলিয়া অঙ্গীকার করা যায়, তাহা হইলে, ইহাও অবশ্য স্বীকার করিতে হয়, কালিদাস শিবপুরাণের বৃত্তান্ত লইয়া কুমারসম্ভব রচনা করিয়াছেন, এবং মধ্যে মধ্যে, ঐ গ্রন্থের শ্লোক অবিকল উদ্ধৃত করিয়া আপন কাব্যে নিবিষ্ট করিয়াছেন। কিন্তু কালিদাস অলৌকিককবিত্বশক্তিসম্পন্ন হইয়া যে আপন কাব্যে অন্তদীয় শ্লোক অবিকল উদ্ধত করিবেন, ইহা কোন ক্রমেই সস্তাবিত নহে। যে কয়েকটি শ্লোকে ঐক্য দৃষ্ট হইতেছে, কুমারসম্ভবের অথবা কালিদাসের অন্যান্য গ্রন্থের রচনার সহিত সেই সেই শ্লোকের রচনার সম্পূর্ণ সোসাদৃশ্ব দৃশ্যমান হইতেছে ; কিন্তু শিবপুরাণের কোন অংশের (১) তদিচ্ছামি বিভো স্ৰষ্টং সেনান্তং তস্য শাস্তয়ে। কৰ্ম্মবন্ধচ্ছিদং ধৰ্ম্মং ভবস্তেব মুমুক্ষব ॥ যমোহপি বিলিখন ভূমিং দণ্ডেমাস্তমিতত্বিষা। বিষবৃক্ষোহপি সংবৰ্দ্ধ্য স্বয়ং ছেত্তমসাম্প্রতম্ ॥ শিবপুরাণ, উত্তরখণ্ড, চতুর্দশ অধ্যায় । কুমারসম্ভব, দ্বিতীয় সৰ্গ ।