পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা লইলেন, এবং নবাবকে, রাজ্যের দেওয়ানী ও ফৌজদারী সংক্রান্ত কাৰ্য্য নিৰ্ব্বাহের নিমিত্ত, একজন নায়েব নাজিম নিযুক্ত করিতে কহিলেন । নবাব অনুরোধ করিলেন, নন্দকুমারকে ঐ পদে নিযুক্ত করা যায়। কিন্তু কেন্সিলের সাহেবেরা তাহ স্পষ্ট রূপে অস্বীকার করিলেন। অধিকন্তু, বান্সিটার্ট সাহেব, ভাবী গবর্ণরদিগকে সতর্ক করিবার নিমিত্ত, নন্দকুমারের কুক্রিয় সকল কৌন্সিলের বহিতে বিশেষ করিয়া লিখিয়া রাখিলেন। আলিবদি র্যার কুটুম্ব মহম্মদ রেজা খা ঐ পদে নিযুক্ত হইলেন। পঞ্চম অধ্যায় ভারতবর্ষীয় কৰ্ম্মচারীদিগের কুব্যবহারে যে সকল বিশৃঙ্খলা ঘটে, এবং মীর কাসিম ও উজীরের সহিত যে যুদ্ধ ও পাটনায় যে হত্যা হয়, এই সকল ব্যাপার অবগত হইয়া, ডিরেক্টরেরা অত্যন্ত উদ্বিগ্ন হইলেন । তাহার এই ভয় করিতে লাগিলেন, পাছে এই নবোপার্জিত রাজ্য হস্তবহির্ভূত হয় ; এবং ইহাও বিবেচনা করিলেন, যে ব্যক্তির বুদ্ধিকৌশলে ও পরাক্রমপ্রভাবে রাজ্যাধিকার লব্ধ হইয়াছে, তিনি ভিন্ন অন্ত কোনও ব্যক্তি এক্ষণে তাহ রক্ষা করিতে সমর্থ হইবেন না। অতএব, র্তাহার ক্লাষ্টবকে পুনরায় ভারতবর্ষে আসিতে অনুরোধ করিলেন । তিনি ইংলণ্ডে পহুছিলে, ডিরেক্টরেরা তাহার সমুচিত পুরস্কার করেন নাই, বরং তাহার জায়গীর কাড়িয়া লইয়াছিলেন । তথাপি তিনি, তাহদের অনুরোধে, পুনরায় ভারতবর্ষে আসিতে সম্মত হইলেন । ডিরেক্টরেরা তাহাকে, কাৰ্য্যনিৰ্ব্বাহ বিষয়ে সম্পূর্ণ ক্ষমতা দিয়া, বাঙ্গালার গবর্ণর ও প্রধান সেনাপতির পদে নিযুক্ত করিলেন ; কহিয়া দিলেন, ভারতবর্ষীয় কৰ্ম্মচারীদিগের নিজ নিজ বাণিজ্য দ্বারাই এত অনর্থ ঘটিতেছে ; অতএব তাহ অবশ্য রহিত করিতে হইবেক । আট বৎসরের মধ্যে, তাহাদের কৰ্ম্মচারীরা, উপযুপিরি কয়েক নবাবকে সিংহাসনে বসাইয়া, দুই কোটির অধিক টাকা উপঢৌকন লইয়াছিলেন। অতএব, তাহারা স্থির করিয়া দিলেন, সেরূপ উপঢৌকন রহিত করিতে হইবেক । তাহার। আরও অজ্ঞা করিলেন, কি রাজ্যশাসন সংক্রান্ত, কি সেন সংক্রান্ত, সমস্ত কৰ্ম্মচারীদিগকে এক এক নিয়মপত্রে নাম স্বাক্ষর ও এই প্রতিজ্ঞা করিতে হইবেক,