৬২৬ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ কবিত্বশক্তিও বিলক্ষণ ছিল। অনেকে কহিয়া থাকেন, এই ভর্তৃহরিই বিক্রমাদিত্যের সহোদর। যেরূপ জনশ্রুতি আছে, তদনুসারে বিক্রমসোদর ভর্তৃহরি অত্যন্ত নীতিপরায়ণ ও অত্যন্ত স্ত্রৈণ ছিলেন এবং পরিশেষে স্ত্রীর উপর বিরক্ত হইয়া বৈরাগ্য অবলম্বন করিয়াছিলেন। তাহার অবস্থার সহিত তিন কাব্যার্থের যেরূপ ঐক্য হইতেছে, তাহাতে এই তিন কাব্য র্তাহার রচিত, এ কথা নিতান্ত অসঙ্গত বোধ হয় না । আর্য্যাসপ্তশতী এই সপ্তশতশ্লোকাত্মক কাব্য আর্য্য ছন্দে রচিত, এই নিমিত্ত ইহা অাৰ্য্যাসপ্তশতী নামে প্রসিদ্ধ। গ্রন্থ কৰ্ত্তার নাম গোবৰ্দ্ধন, এই নিমিত্ত গোবৰ্দ্ধনসপ্তশতী নামেও নিদিষ্ট হইয়া থাকে। গোবদ্ধন সৎকবি ছিলেন। তাহার রচনা সরল ও মধুর। জয়দেব গীতগোবিন্দের প্রারস্তে গোবৰ্দ্ধনের সবিশেষ প্রশংসা করিয়াছেন । (১০) প্ৰণাল্যলণল্য কাদম্বরী সংস্কৃত ভাষায় গদ্য সাহিত্য গ্রন্থ অধিক নাই । যে কয়েক খানি গদ্যগ্রন্থ দেখিতে পাওয়া যায়, তন্মধ্যে কাদম্বর সর্বশ্রেষ্ঠ । কাদম্বরী গদ্যে রচিত বটে, কিন্তু অতি প্রধান কাব্য মধ্যে পরিগণিত। এই গ্রন্থ বাণভট্টপ্রণীত । বাণভট্ট মহাকবি ও সংস্কৃত রচনায় মহাপণ্ডিত ছিলেন । কাব্যশাস্ত্রে যে সকল বিষয়ের বর্ণন করিতে হয়, বাণভট্ট এই গ্রন্থে তাহার কিছুই পরিত্যাগ করিয়া যান নাই। যখন যাহা বর্ণন করিয়াছেন, তাহাই অসাধারণ। তাহার বর্ণনা সকল কারুণ্য, মাধুৰ্য্য ও অর্থের গাম্ভীৰ্য্যে পরিপূর্ণ। রচনা মধুর, কোমল, ললিত ও প্রগাঢ়। রচনার বিশেষ প্রশংসা এই, বাণভট্ট যে সকল শব্দ বিন্যাস করিয়াছেন, তাহার একটিও পরিবর্তসহ নহে । (১০) শুঙ্গারোভরসংগ্রমেয়বচনৈরাচীয্যগোবর্ধন স্পদ্বী কোহপি ন বিশ্ৰত: |
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।