পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S) o বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধریا প্রধান কবির এ বিষয়ে হস্তক্ষেপ করেন নাই । আর, যদিই কোন প্রধান কবি চম্পূকাব্য রচনা করিয়া থাকেন, হয় তাহা অদ্যাপি বিদ্যমান নাই, অথবা এপর্য্যন্ত উদ্ভাবিত হয় নাই । আমরা যে সাত খানি চম্পূকাব্য দেখিয়াছি, তন্মধ্যে দেবরাজবিরচিত অনিরুদ্ধচরিত সৰ্ব্বোৎকৃষ্ট । দেবরাজের রচনাশক্তি ও কবিত্বশক্তি নিতান্ত সামান্ত ছিল না । যে ভোজদেবকে বিদ্যোৎসাহিতা ও গুণগ্রাহিতা বিষয়ে দ্বিতীয় বিক্রমাদিত্য বলিয়া গণনা করিতে হয়, তাহার রচিত চম্পূরামায়ণ ও চিরঞ্জীববিরচিত বিদ্বন্মোদতরঙ্গিণী নিতান্ত অগ্রাহ চম্পু নহে। এতদ্ব্যতিরিক্ত, অনন্তভট্ট প্রণীত চম্পূভারত, ভানুদত্তবিরচিত কুমারভার্গবীয়, রামনাথকৃত চন্দ্রশেখরচেতোবিলাসচম্প, এবং রূপগোস্বামিলিখিত আনন্দবৃন্দাবনচম্পু, এই কয়েক চম্পকে কাব্য নামে নির্দেশ করিতে পারা যায় এমন কোন বিশেষ গুণ দেখিতে পাওয়া যায় না । দৃষ্ঠাকাব্য মহাকাব্য প্রভৃতি কেবল শ্রবণ করা যায়, এই নিমিত্ত তাহাদিগকে শ্রব্যকাব্য বলে । নাটকের, শ্রব্যকাব্যের স্বায়, শ্রবণ হয় ; অধিকন্তু, রঙ্গভূমিতে নট দ্বারা অভিনয়কালে, দর্শনও হইয় থাকে । এবং ইহাই নাটকের প্রধান উদ্দেশ্য । এই নিমিত্ত নাটকের নাম দৃশুকাব্য । দৃশুকাব্য দ্বিবিধ ; রূপক ও উপরূপক । রূপক নাটক, প্রকরণ প্রভৃতি দশবিধ। উপরূপক নাটিকা, ত্রেটিক প্রভৃতি অষ্টাদশবিধ। আলঙ্কারিকের দৃশুকাব্যের এই যে অষ্টাবিংশতি বিভাগ নির্দেশ করিয়াছেন, তাহাদের বিশেষভেদগ্রাহক তাদৃশ কোন লক্ষণ নাই । সর্বপ্রধান ভেদ নাটকের যে সমস্ত লক্ষণ নিরূপিত আছে, দৃশুকাব্যের অন্যান্য ভেদও সেই সমুদায় লক্ষণে আক্রান্ত । আলঙ্কারিকের অন্যান্য ভেদের, অঙ্কসঙ্খ্যার নূ্যনাধিক্য প্রভূতি, যে কয়েকটি বিশেষ লক্ষণ নিরূপণ করিয়াছেন, তাহা এমন সামান্য যে সেই অনুরোধে, দৃশ্বকাব্যের অষ্টাবিংশতি বিভাগ কল্পনা না করিয়া, যাবতীয় দৃশুকাব্যকে কেবল নাটক নামে নির্দেশ করিলেই ন্যায়ানুগত হইত। প্রত্যেক নাটকের প্রারম্ভে সূত্ৰধার, অর্থাৎ প্রধান নট, স্বীয় পত্নী অথবা অন্ত দুই এক সহচরের সহিত রঙ্গভূমিতে প্রবিষ্ট হইয়া, কবির ও নাটকের নাম নির্দেশ করে এবং প্রসঙ্গক্রমে নাটকীয় ইতিবৃত্ত অবতীর্ণ করিয়া দেয় । এই অংশকে প্রস্তাবনা কহে । যে স্থলে ইতিবৃত্তের স্থল স্থূল অংশের একপ্রকার শেষ হয়, সেই সেই স্থলে পরিচ্ছেদ কল্পিত হইয়া থাকে। ঐ পরিচ্ছেদের নাম অঙ্ক । নাটকে এক অবধি দশ পৰ্য্যন্ত অঙ্কসংখ্যা