পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ নাটকে প্রায় সেরূপ দেখিতে পাওয়া যায় না। ভবভূতির বিশেষ প্রশংসা এই যে, অন্যান্ত কবির। অনাবশ্যক ও অনুচিত স্থলেও আদিরস অবতীর্ণ করিয়াছেন । কিন্তু ইনি সে বিষয়ে অত্যন্ত সাবধান। অনাবশ্যক স্থলে কোন ক্রমেই স্বীয় রচনাকে আদিরসে দূষিত করেন নাই, আবশ্বক স্থলেও অত্যন্ত সাবধান হইয়াছেন। ইহার যেমন বিশেষ গুণ আছে, তেমনই কয়েকটি বিশেষ দোষও আছে । রচনার দোষে স্থানের স্থানের অর্থবোধ হওয়া দুর্ঘট ; এবং মধ্যে মধ্যে সংস্কৃত ও প্রাকৃত ভাষাতে এমন দীর্ঘসমাসঘটিত রচনা আছে যে তাহাতে অর্থবোধ ও রসাস্বাদ বিষয়ে বিলক্ষণ ব্যাঘাত জন্মিয় উঠে । নাটকের কথোপকথনস্থলে সেরূপ দীর্ঘসমাসঘটিত রচনা অত্যন্ত দূৰ্য্য। বীরচরিতে রামের বিবাহ অবধি রাবণবধানস্তর অযোধ্য প্রত্যাগমন ও রাজ্যাভিষেক পৰ্য্যন্ত বর্ণিত হইয়াছে। ইহা বীররসাশিত নাটক। বীরচরিতে ভবভূতির কবিত্বশক্তি বিলক্ষণ প্রদর্শিত হইয়াছে ; কিন্তু যে সমস্ত গুণ থাকিলে নাটক প্রশংসনীয় হয়, তৎ সমুদায় তাদৃশ অধিক নাই । তথাপি, রামচরিতের এই অংশ লইয়া অন্যান্ত কবিরা যে সকল নাটক রচনা করিয়াছেন, বীরচরিত সেই সৰ্ব্বাপেক্ষা সৰ্ব্বাংশে উত্তম, তাহার সন্দেহ নাই । উত্তরচরিতে বীরচরিতবর্ণিতাবশিষ্ট রামচরিত বর্ণিত হইয়াছে। উত্তরচরিত ভবভূতির সৰ্ব্বপ্রধান নাটক। এই নাটক করুণরসাশিত। বর্ণনা সকল কারুণ্য, মাধুর্য্য ও অর্থের গাম্ভীর্য্যে পরিপূর্ণ। রচনা মধুর, ললিত ও প্রগাঢ়। ফলতঃ, শকুন্তলা আদিরস বিষয়ে যেমন সৰ্ব্বোৎকৃষ্ট নাটক, উত্তরচরিত করুণরসবিষয়ে সেইরূপ। এই নাটক পাঠ করিলে মোহিত হইতে ও মুহুমুহুঃ অশ্রুপাত করিতে হয়। মালতীমাধব আদিরসাশিত নাটক। ভবভূতি এই নাটকে আপন অসাধারণ রচনাশক্তি ও অসাধারণ কবিত্বশক্তির একশেষ প্রদর্শন করিয়াছেন ; এবং প্রস্তাবনাতে গৰ্বিবত বাক্যে কহিয়াছেন, “যাহার। আমার এই নাটকে অবজ্ঞা প্রদর্শন করে, তাহারাই তাহার কারণ জানে, তাহাদের নিমিত্ত আমার এ যত্ন ময় ; আমার কাব্যের ভাবগ্রহণসমর্থ কোন ব্যক্তি এই অসীম ভূমণ্ডলের কোন স্থানে থাকিতে পারেন, অথবা কোন কালে উৎপন্ন হইতে পারেন।” (১৪) কিন্তু ভবভূতি অসাধারণ উৎকর্ষ সম্পাদনার্থে যেরূপ প্রয়াস (১৪) যে নাম কেচিদিহ নঃ প্রথয়ন্ত বজ্ঞাং জানস্তি তে কিমপি তান প্রতি নৈষ যত্ন । উৎপৎস্তাতেহস্তি মম কোহপি সমানধৰ্ম্ম কালো হয়ং নিরবধিবিপুল চ পৃথ্বী ।