পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংস্কৃতভাষা ও সংস্কৃতসাহিত্যশাস্ত্রবিষয়ক প্রস্তাব ) نیری( ঢক মৃচ্ছকটিকের রচনা ও বর্ণনা দেখিলে স্পষ্ট বোধ হয়, ইহা অতি প্রাচীন গ্রন্থ। বোধ হয়, সংস্কৃত ভাষায় এক্ষণে যত নাটক আছে, মৃচ্ছকটিক সৰ্ব্বাপেক্ষা প্রাচীন । গ্রন্থকৰ্ত্তার নাম শুদ্রক। শূদ্রক বিক্রমাদিত্যের পূর্বে ভূমণ্ডলে প্রাছভূত হইয়াছিলেন। (১৮) মৃচ্ছকটিকলেখক সৎকবি ও সংস্কৃত রচনায় অতিপ্রবীণ ছিলেন । এই নাটকের স্থানে স্থানে অতি উৎকৃষ্ট বর্ণনা আছে ; শ্লোক সকল অতিসুন্দর ; আদ্যোপান্তের রচনা অতি প্রাঞ্জল । সমুদায় পৰ্য্যালোচনা করিলে, মৃচ্ছকটিক অতি উত্তম কাব্য বটে ; কিন্তু সৰ্ব্বাংশে প্রশংসনীয় নাটক বলিয়া গণনীয় হইতে পারে না । ইহা অবশ্যই স্বীকার করিতে হইবেক, মৃচ্ছকটিক নাটকাংশে শকুন্তলা, উত্তরচরিত ও রত্নাবলী অপেক্ষা অনেক নূ্যন । প্রস্তাবনাতে মৃচ্ছকটিক শূদ্রক প্রণীত বলিয়া নির্দেশ আছে । কিন্তু, প্র বনাব সমুদায় অংশ বিবেচনা করিলে, শূদ্রকরাজার গ্রন্থকর্তৃত্ব বিষয়ে নানা সংশয় উপস্থিত হয়। প্রস্তাবনাতে লিখিত আছে, “গজেন্দ্রগমন, চকোরনয়ন, পূর্ণচন্দ্ৰবদন, মুঘটিতকলেবর, অগাধবুদ্ধিশালী শূদ্রকনামে প্রসিদ্ধ কবি ছিলেন।” (১৯) “শূদ্রক স্বীয় পুত্রকে সিংহাসনাধিষ্ঠিত দেখিয়া, মহাসমারোহে অশ্বমেধ যজ্ঞ করিয়া, এবং এক শত বৎসর দশ দিবস আয়ুঃ লাভ (১৮) ত্রিযু বর্যসহস্ৰেষু কলেযাতেষু পার্থিব । ত্রিশতে চ দশনানে হস্তাং ভুবি ভবিষ্যতি | শূদ্রকে নাম বীরাণামধিপঃ সিদ্ধসত্তম: | নৃপনি সৰ্ব্বান পাপরূপান বদ্ধিতান যে হনিযুতি । চব্বিতায়াং সমারাধ্য লপ্যতে ভূভরাপহঃ । ততন্ত্ৰিষু সহস্ৰেষু দশাধিকশতত্ৰয়ে ॥ ভবিষ্যং নন্দরাজ্যঞ্চ চাণক্যে যান হনিম্নাতি । শুক্লতীর্থে সৰ্ব্বপাপনিমুক্তিং যোহভিলপ্যতে | ততস্বিষু সহস্ৰেষু সহস্রাভ্যধিকেষু চ | ভবিষ্যে বিক্রমাদিত্যে রাজ্যং সেহিত্র প্রলপস্যতে | কুমারিকাখণ্ড যুগব্যবস্থাধ্যায় (১৯) এতৎ কবিঃ কিল দ্বিরদ্ৰেগতিশ্চকোরনেত্রী পরিপূর্ণেন্দুমুখ: স্ববিগ্রহশ্চ - দ্বিজমুখ্যতম কবির্বভূব প্রথিত; শূদ্রক ইত্যগাধসত্ত্বঃ