পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংস্কৃতভাষা ও সংস্কৃতসাহিত্যশাস্ত্রবিষয়ক প্রস্তাব JS)ను এক জন। এই নাটক নাটকের প্রায় সমুদায়লক্ষণাক্রান্ত। সাহিত্যদর্পণের নাটকপরিচ্ছেদে, নাটকসংক্রান্ত বিষয়ের উদাহরণ প্রদর্শনার্থ, বেণীসংহার হইতে যত উদ্ধত হইয়াছে, অন্য কোন নাটক হইতে তত নহে। কিন্তু, ভট্টনারায়ণের রচনা প্রাচীন কবিদিগের রচনার ন্যায় মনোহারিণী নহে। রচনার নূ্যনত প্রযুক্তই বেণীসংহার, নাটকের সমুদায়লক্ষণাক্রান্ত হইয়াও, কাব্যাংশে শকুন্তলা, উত্তরচরিত, রত্নাবলী, মৃচ্ছকটিক, মুদ্রারাক্ষস প্রভৃতি অপেক্ষ অনেক নূ্যন । বেণীসংহার বীররসাশিত নাটক। ইহাতে কুরুপাণ্ডবযুদ্ধ বণিত হইয়াছে। স্থানে স্থানে বীর ও করুণ রস সংক্রান্ত উত্তম উত্তম রচনা ও উত্তম উত্তম বর্ণনা আছে । যে সকল নাটকের বিষয় উল্লিখিত হইল, সংস্কৃত ভাষায় তদ্ব্যতিরিক্ত অনেক নাটক আছে ; বাহুল্যভয়ে এ স্থলে সে সকলের উল্লেখ করা গেল না। সমুদায়ে বিরাশি খানি নাটকের নাম পাওয়া গিয়াছে ; তন্মধ্যে তেত্রিশ খানি মাত্র বিদ্যমান বলিয়। বিজ্ঞাত ; অবশিষ্ট সকলের দশরূপকে ও সাহিত্যদর্পণের ষষ্ঠ পরিচ্ছেদে উল্লেখ আছে, এবং উদাহরণপ্রদর্শনার্থে অনেকেরই কোন কোন অংশ উদ্ধত হইয়াছে। তন্মধ্যে কুন্দমালা, উদাত্তরাঘব, বালরামায়ণ প্রভৃতি কতিপয় নাটকের উদ্ধত অংশ দর্শনে বোধ হয়, ঐ সকল নাটক অত্যুৎকৃষ্ট । উপাখ্যান বালকদিগের শিক্ষার্থে মনুষ, পশু, পক্ষীর কল্পিতবৃত্তান্তঘটিত যে সকল গ্রন্থ আছে, অথবা গ্রন্থকৰ্ত্তারা স্বেচ্ছানুসারে নানা লৌকিক ও অলৌকিক বৃত্তান্ত ঘটিত যে সকল গ্রন্থ রচনা করিয়াছেন, ভারতবর্ষীয় পণ্ডিতেরা উহাদিগকেও কাব্য নামে নির্দেশ করিয়া থাকেন। কিন্তু, কি কথাযোজন, কি রচনা, কি বর্ণনা, কোন অংশেই উহার কাব্যনামের অধিকারী নহে । সংস্কৃত উপাখ্যানগ্রন্থ কেবল গদ্য, কেবল পদ্য, ও গদ্য পদ্য উভয়াত্মক আছে। কিন্তু তাহার। প্রকৃত রূপে কাব্যশ্রেণীতে পরিগণিত হইতে পারে না। এই নিমিত্ত তত্তৎকাব্যস্থলে তাহদের উল্লেখ করা যায় নাই। উপাখ্যানের মধ্যে যে কয়েক খানি বিশেষ প্রসিদ্ধ, এক্ষণে তাহাদিগের বিষয় সজেক্ষপে উল্লিখিত হইতেছে।