\ჯ)$ e বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ পঞ্চতন্ত্র ও হিতোপদেশ পঞ্চতন্ত্রের রচনাপ্রণালী দৃষ্টে স্পষ্ট বোধ হয়, উহা অতি প্রাচীন গ্রন্থ। প্রাচীন বলিয়। উহার রচনা অত্যন্ত সহজ । এরূপ সহজ সংস্কৃত গ্রন্থ আর দৃষ্টিগোচর হয় না । পঞ্চতন্ত্রের প্রাচীনত্ব ও তন্নিবন্ধন সহজত্ব ব্যতীত আর কিছুই বিশেষ প্রশংসনীয় নাই । রচনার মাধুর্য্য নাই, কথাযোজনার চাতুর্য্য নাই ; অধিকন্তু, মধ্যে মধ্যে বহুতর অসার ও অসম্বদ্ধ কথা আছে । বোধ হয়, কোন বিশেষ গুণ নাই বলিয়াই, পঞ্চতন্ত্র একান্ত উপেক্ষিত হইয়া আছে ; অন্যন্ত গ্রন্থের ন্যায় সচরাচর সবর্বত্র প্রচলিত নহে। লিপিকরপ্রমাদবশতঃ, পঞ্চতন্ত্রের স্থানের স্থানের পাঠ এমন অপভ্রংশিত হইয়া গিয়াছে যে অর্থবোধ ও তাৎপৰ্য্যগ্ৰহ হওয়া দুর্ঘট । পঞ্চতন্ত্রে, বিষ্ণুশৰ্ম্মা বক্তা রাজপুত্ৰগণ শ্রোতা এই প্রণালীতে, মনুষ্য, পশু, পক্ষীর উপাখ্যানচ্ছলে, নীতি উপদিষ্ট হইয়াছে। ইয়ুরোপীয় সংস্কৃতবেত্তার। পঞ্চতন্ত্রকে পারস্য, আরব, ইয়ুরোপ প্রভৃতি দেশীয় উপাখ্যানের মূল বলিয়া নিরূপণ করিয়াছেন। হিতোপদেশকৰ্ত্ত গ্রন্থারম্ভে প্রতিজ্ঞা করিয়াছেন, পঞ্চতন্ত্রের ও অন্যান্য গ্রন্থের সার সঙ্কলন করিয়া লিখিতে আরম্ভ করিলাম । (২১) বাস্তবিক, হিতোপদেশ পঞ্চতন্ত্রের প্রতিরূপ স্বরূপ । পঞ্চতন্তের দোষ গুণ অধিকাংশই হিতোপদেশে লক্ষিত হয়। বিশেষ এই, পঞ্চতন্ত্র অপেক্ষা হিতোপদেশের রচনা কিঞ্চিৎ গাঢ়, এবং, প্রস্তুত বিষয়ের বৈশদ্য অথবা দৃঢ়ীকরণ বাসনায়, নানা প্রামাণিক গ্রন্থ হইতে প্রমাণ, দৃষ্টান্ত, উদাহবণ স্বরূপ উত্তম উত্তম শ্লোক অধিক উদ্ধত হইয়াছে। কিন্তু গ্রন্থকত্তার সম্যক সহৃদয়তার অসদ্ভাব প্রযুক্ত, অনেক স্থলেই উদ্ধত শ্লোক সকল অসংলগ্ন হইয়া উঠিয়াছে ; তত্তৎস্থলে প্রকৃত বিষয়ের সহিত সেই সকল শ্লোকের কোন সম্বন্ধ দেখিতে পাওয়া যায় না । গ্রন্থকর্তা লিখিয়াছেন, উপাখ্যানচ্ছলে বালকদিগকে নীতি উপদেশ দিতেছি । (২২) কিন্তু, মধ্যে মধ্যে আদিরসঘটিত এক একটি অতি অশ্লীল উপাখ্যান আছে। বালকদিগের নিমিত্ত নীতিপুস্তব লিখতে আরম্ভ করিয়া, কি বুঝিয়া গ্রন্থকৰ্ত্ত ঐ সকল অশ্লীল উপাখ্যান সঙ্কলন করিলেন, বলিতে পারা যায় না । (২১) পঞ্চতত্ত্বাত্তথান্তস্মাগ্ন খাদারুস্থ লিথ্যতে । (২২) যক্সবে ভাজনে লগ্ন সংস্কারে! নান্যথা ভবেৎ । কথfচ্ছলেন বালানং নীতিস্তদিত কথ্যতে |
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।