বামনাখ্যানম্। やQ○ এবং অভীষ্টসিদ্ধিবিষয়ে সৰ্ব্বতোভাবে নিঃসংশয় হইয়া, আত্মপ্রার্থনা নিবেদন করিতে লাগিলেন ;– বৰ্ত্তস্তে পরমাণবো যদুদরে ব্ৰহ্মাণ্ডভাণ্ডোদ্ভবা যস্তাতো জগতস্তথৈব জননী যস্যাপি নৈতে ভুবি। স শ্ৰশো জগদীশ্বরে মুনিবরানস্তামুকম্পোদয়|জাতস্তৰ্দ্দয়িতাদিতের দরতো ভূভারহর্তাসকুং ॥ ৩৪ ৷ যে পরমাণুপুঞ্জ হইতে অখণ্ড ব্রহ্মাণ্ডমণ্ডলের উদ্ভব হয়, তৎসমুদয় যাহার উদরে অবস্থিতি করে ; যিনি স্থাবরজঙ্গমাত্মক সমস্ত জগতের জনক ও জননী বলিয়া পরিগৃহীত হইয়া থাকেন, যিনি অনাদি পুরুষ অর্থাৎ র্যাহার কোনও কালে জনক ও জননী নাই, সেই লক্ষ্মীবল্লভ জগদীশ্বর, মহর্ষি কশ্যপের প্রতি নিরতিশয় দয়া প্রকাশ করিয়৷ তদীয় দয়িতা অদিতির উদরে জন্ম গ্রহণ করিয়াছেন। তস্য শ্বে ভবিত ব্ৰতং ব্রতপতেনিঃস্বত্বতস্তত্বপিত। প্রাপ্তানন্দময়াত্মজোহপি জনতানন্দ প্রকাশক্ষিমঃ । কাতৰ্য্যং তস্তুতে ন চাপি মনসঃ সংফুল্লতাং সেবতে তত্তোষায় ময় মুরাসুরগণ। আমন্ত্রিতাস্তদব্ৰতে ॥ ৩৫ ৷ কল্য সেই অদিতিতনয়ের উপনয়নসংস্কার হইবেক, কিন্তু তাহার পিতা নিতান্ত নিঃস্ব, এজন্য অনেককে আহ্বান করিতে ন পারিয়া, অতিশয় দুঃখিত ও বিষগ্নচিত্ত হইয়াছেন। মহৰ্ষির ক্ষোভ নিবারণের জন্ত, আমি তদীয় পুত্রের উপনয়ন উপলক্ষে, সমস্ত দেবগণ ও সমস্ত অসুরগণ নিমন্ত্রণ করিয়াছি। যে সৰ্ব্বে বিনিমন্ত্রিতা: সুরগণ বিপ্রাদয়ে নন্দিতা আয়াস্তান্তি মুনেত্রতে ব্রতপতে: সামাত্যবর্গ গৃতে । তম্ভোজ্যাপণচিন্তনাকুলতয়া ত্বামিত্যহং প্রার্থযে মাতদৈন্যদবানলপ্রণশনাপাঙ্গেক্ষণেহত্র ক্ষণে ॥ ৩৬ ৷ যে সমস্ত নিমন্ত্রিত সুরগণ, ব্রাহ্মণগণ প্রভৃতি আনন্দিত হইয়া স্ব স্ব আত্মীয় ও ভৃত্যবর্গ সমভিব্যাহারে কশ্যপভবনে উপস্থিত হইবেন, তাহদের আহারদানের কোনও উপায় দেখিতে না পাইয়া, নিতান্ত চিন্তাকুল হইয়াছি। তুমি কটাক্ষ করিলে, লোকের দারিদ্র্যদাবানল এককালে লয় প্রাপ্ত হয় ; এজন্ত কাতর চিত্তে তোমার নিকট এই প্রার্থনা করিতেছি ;—
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।