পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\()(: W·) বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ দেবর্ষি এইরূপ সাহস প্রদান করিলেও, মহর্ষি কশ্যপ সমাগত ব্যক্তিবর্গের যথোচিত অভ্যর্থনা করিতে পারিলেন না ; কিন্তু নিরতিশয় উদ্বেগসাগরে মগ্ন হইয়া, ভগবতীর পাদপদ্মে চিত্তনিবেশ করিয়া, ভক্তিভাবে স্তব করিতে লাগিলেন – মাতদীনদয়ে মহেশদয়িতে দুর্গেইতিদীনে ময়ি প্রক্ষুদ্ধে পরিকাজিতামিতশুভশ্রীপাদপদ্মেক্ষণে । কারুণ্যং পরিসম্প্রকাশু মুনিনারক্কং তথা নোহধুনা যাস্যন্ত্যেত ইতো যথা দ্বিজগণা; ক্ষুদ্বাধিতাঃ পূৰ্য্যতাম্ ॥ ৪৫ ॥ হে জননি ! হে দীনদয়াময়ি ! হে মহেশমহিষি ! হে দুৰ্গতিহারিণি ! আমি তোমার অতিদীন ভৃত্য, আমি যার পর নাই ক্ষুব্ধ ও বিপদগ্ৰস্ত হইয়াছি ; করুণাকটাক্ষ নিক্ষেপ করিয়া, উপস্থিত বিপদের প্রতীকার কর, যাহাতে সমাগত লোক সকল ক্ষুধাৰ্ত্ত প্রতিগমন না করেন, তাহার উপায় কর । ভক্ত্যেবং হরিবামনস্ত জনকেনারাধ্যমান সতী সদ্যোবাধ্যতর স্বরাদিনিবহারাধ্যায়দাভীষ্টদ । আদ্যা শৈলসুতা প্রস্থতভুবন ভূভারসংহারিণী দুর্গা দুৰ্গতিবারিণী মুনিপুরীমৈতি স্ম নিস্তারিণী ॥ ৪৬ ৷ দেববৃন্দ নিয়ত যাহার চরণারবিন্দ বন্দনা করেন, যিনি চতুর্দশ ভুবন প্রসব করিয়াছেন, যিনি ভূভারহরণের নিমিত্ত ভূমণ্ডলে অবতীর্ণ হইয়া থাকেন, ভক্তগণের অভীষ্ট সম্পাদন যাহার স্বভাবসিদ্ধ কাৰ্য্য, সেই সৰ্ব্বজীবের অন্নদায়িনী দুৰ্গতিবারিণী নিস্তারকারিণী আছাশক্তি ভগবতী শৈলসুতা মহর্ষি কশুপের ভক্তিপূর্ণ স্তবপ্রবণে প্রতা ও প্রসন্না হইয়া, তদীয় আলয়ে আগমন করিলেন । বালাদিত্যময়ূখনিন্দিতবপুঃ পুর্ণেন্দুশোভাজিতভ্রাজিষ্ণুভ্ৰমভাক চকোরনখরা রোচিষ্ণুপাদাঙ্গলি । প্রানস্রামরসঞ্চয়োত্তমবপু:প্রোদ্দীপ্তরত্নাবলি- প্রোদ্ভাসিপ্রপদী মহেশমহিল৷ সিংহাধিরূঢ়া যযৌ ॥ ৪৭ ৷ ধtহার দেহপ্রভা প্রভাতকালের দিবাকরজ্যোতি অপেক্ষাও উজ্জল, চন্দ্রস্থধাপানাথী চকোরগণ চন্দ্ৰভ্ৰমে চন্দ্রাধিকশোভাসম্পন্ন যদীয় নখমণ্ডলে নিলীন হয়, যদীয় চরণাঙ্গুলিসকল পরম শোভায় পরিপূর্ণ, যদীয় পাদগ্রি দেবনিরহের শিরোরভুশোভায় মুশোভিত, তদশ মহেশমহিষী সিংহে অধিরূঢ় হইয়। প্রস্থান করিলেন।