পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wుe বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ কুশোষ্মিকামুষ্টিবিশিষ্ট আসনোপবিষ্ট ইষ্টশল্পতুষ্টিকামনঃ। নিজেষ্টমিষ্টং দ্বিজশিষ্টবেষ্টিতঃ প্রবিষ্ট ইঃিস্থল আচরদ্বলি: ॥ ৬৫ ॥ রাজা বলি যজ্ঞেশ্বরের তুষ্টিসম্পাদনমানসে, কুশাঙ্গুরীয় ধারণপূর্বক, যজ্ঞস্থলে আসনোপবিষ্ট ও দ্বিজমণ্ডলবেষ্টিত হইয়া, অভিপ্রেত যজ্ঞসম্পাদনে প্রবৃত্ত হইলেন । বিশিষ্টগোষ্ঠীগতশিষ্টসামগপ্রগানতঃ প্রাকৃ শ্রীতিরাগমৎ স্বয়ম্। ইহৈব যজ্ঞে শ্রুতিদেবতোষিতে তদীয়সম্পত্তিরিব প্রভূষিতে ॥ ৬৬ ৷ প্রভুর অধিষ্ঠানস্থলে যেমন তদীয় সম্পত্তির উপস্থিতি অবধারিত, সেইরূপ এই যজ্ঞস্থলে দেবদেবতার অধিষ্ঠানবশতঃ, সামগ ব্রাহ্মণের সামগান আরম্ভ করিবার পূবেবই, বেদ স্বয়ং উপস্থিত হইলেন । সমস্তবিদ্বজ্জনদেবতাগণক্ষিতীশ্বরহ্মাক্ষরদৈত্যকিমপৈ: | মহষিগন্ধৰ্ব্বগণেশ, রাজিত৷ সভ্যস্ত যজ্ঞস্ত পবং স্ম শেভতে ॥ ৬৭ ৷ পণ্ডিতগণ, দেবগণ, রাজগণ, ব্রাহ্মণগণ, দৈত্যগণ, কিন্নরগণ, মহর্ষিগণ ও গন্ধকবগণে পরিপূর্ণ হওয়াতে, সেই যজ্ঞসভার শোভায় সীমা রহিল না। সুতাকিকাঃ কেচন সাঙ্খাপণ্ডিতা: সুপণ্ডিত। জ্যোতির্ষিকাশ তান্ত্রিকা: | ত্রয়ীবিদোহথৰ্ব্ববিদো মিথোহন্ত্রে বৈ বুধা: স্মৃ সৰ্ব্বে বিচরস্তি সংসদি ॥ ৬৮ ৷ সভার কোনও স্থলে নৈয়ায়িকগণ, কোনও স্থলে সাস্থ্যশাস্ত্ৰজ্ঞ পণ্ডিতগণ, কোনও স্থলে জ্যোতিবিবদগণ, কোনও স্থলে তন্ত্রশাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ, কোনও স্থলে ত্রিবেদজ্ঞগণ, কোনও স্থলে অথৰ্ব্ববেদজ্ঞগণ উপবিষ্ট হইয়া পরস্পর শাস্ত্রীয় আলাপ ও বিচার করিতে লাগিলেন । অথাত্র কালে বলিরিষ্টসাধনে নিবিষ্টধীধন্ততরে ধরাপতি: | সমস্তলোকেভা ইমে যথা পুনধনং ন বাঞ্ছন্তি তথা দদাবসেী ॥ ৬৯ ৷ পারলৌকিক মঙ্গলরাপ ইষ্টসাধনে নিবিষ্টচিত্ত রাজা বলি যজ্ঞাবসানে, যাহাতে লোবের ধনাকাঙ্ক্ষা নিবৃত্তি হয়, অকাতরে সমস্ত লোককে সেইরূপ ধনদান করিতে লাগিলেম । ধনানি ধন্তো ধরণীপতিধারামুরাসুরাশেযস্থরেভ্য ঈশ্বরঃ । স্বরদ্বিষাং ব্রাহ্মণমণ্ডলস্থিত দদদদর্শনমপূৰ্ব্ববামনম্ ॥ ৭০ ৷ অসুরেশ্বর, বলি, ব্রাহ্মণগণ, দেবগণ ও অমুরগণকে ধন দান করিতে করিতে ব্রাহ্মণমণ্ডলস্থিত অপুৰ্ব্ববামনাকুতি ব্রাহ্মণকুমার দখিতে পাইলেন।