পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬২ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ প্রভূতভূদানপটুঃ পুটাঞ্জলি: পুনস্তমিত্যাহ বলিঃ কুতূহলী । বিভো হত: কোপকৃতিধরাপ্তিতো গৃহাণ মত্তোহধিকভূমিমিচ্ছতঃ ॥ ৭৭ ৷ অনন্তর, রাজা বলি কৌতুহলাক্রান্ত হইয়া কৃতাঞ্জলিপুটে নিবেদন করিলেন, হে বিভো ! ত্রিপাদভূমিলাভে তোমার কি উপকার হইবেক ; আমি অধিক ভূমিদানে সমর্থ ও অভিলাষী ; অতএব তুমি ইচ্ছানুরূপ অধিক ভূমি গ্রহণ কর। অমুস্ত ভিক্ষাশয়বিৎ স্ববোধতঃ পুরোহিতে দৈত্যগুরুগরীযসীম। উবাচ জানাহি ধরার্থনামিমাং বলে বলিং খৰ্ব্বতনোন খৰ্ব্বিকাম ॥ ৭৮ ৷৷ রাজপুরোহিত শুক্রাচাৰ্য্য অপ্রতিহতবুদ্ধিশক্তিপ্রভাবে ত্রিপাদভূমিভিক্ষার মৰ্ম্ম বুঝিতে পরিয়া, বলিকে সম্বোধন করিয়া কহিলেন, মহারাজ ! এই বামনাকৃতি ব্রাহ্মণবালকের ত্রিপাদভূমিপ্রার্থনা সহজ জ্ঞান করিও না । ইয়ং ন চাস্মৈ ধরণী প্রদীয়তাং প্রকল্প্যতাং ধীর হিতানুতং বচ: | প্রগোপ্য তাং স্বীকৃতিমাত্মনিস্কৃতিবিধীয়তাং মে হৃদি বাঙনিধীয়তাম ॥ ৭৯ ৷ ইতার প্রাথিত ভূমিদানে পরাজুখ হও, হিতকর অমৃতবাক্য কল্পনা কর, অঙ্গীকারবাক্যের অপলাপ করিয়া, আমি যাহা কহিতেছি তাহার সবিশেষ পৰ্য্যালোচনাপূৰ্ব্বক আত্মরক্ষা কর । গুরোহতিগুৰ্ব্বী যদি বা ভবেদিয়ং ধরার্থনাস্থেতি লঘিষ্ঠবষ্ণু শ: | তথাপি যাস্তামি ন দীনতামহং নৃপোচিতদ্বীপচয়ব্যয়ক্ষমঃ ॥ ৮০ ৷ পুরোহিতের উপদেশবাক্য শ্রবণ করিয়া বলি কহিলেন, হে গুরো ! এই বামনের ভূমিভিক্ষ যদিও গুরুতর ব্যাপার হইয়া উঠে, তথাপি আমি অঙ্গীকৃত প্রতিপালনে পরজুখ হইব না ; আমি সদ্বীপ সসাগর। ধরা দানেও কাতর নহি । প্রবোধ্য বোদ্ধারমমুম্ভ যাচনাশয়স্ত রাজা তদবোধ ইত্যমুম্। সমৰ্থিতে তদ্ধরণীব্যয়ে বলিখৃহীতবান ভাজনমম্ভসাং বশী ॥ ৮১ ৷ বামনের ভূমিভিক্ষার অভিপ্রায়জ্ঞ শুক্রাচাৰ্য্যকে এইরূপ কহিয়া, রাজা বলি প্রাথিত ত্রিপাদপরিমিত ভূমিদানে কৃতনিশ্চয় হইয়া, হস্তে জলগ্রহণ করিলেন। প্রদাতুমুদ্যোগিনমেনমিত্যয়ং পুনৰ্ব্বভাষে বলিমাকুলঃ কবি । অবোধকং বোধক আত্মবোধতঃ প্রভোরভীষ্টস্ত বলীষ্টসাধক: ॥ ৮২ ॥ শিস্যহিতৈষী, শুক্রাচাৰ্য্য বলিকে বামনপ্রার্থিত ভূমিদানে উদ্যত দেখিয়া, আকুলহৃদয় হইয়া, তদীয় হিতার্থে পুনরায় কহিলেন,—