পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামনাখ্যানম \ףט\ט বদ্ধকর রাজা বলি, দৈত্যকুলপবিত্রকারী নিজপিতামহ প্রহ্নাদকে অবলোকন করিয়া, আকুলভাবে ও সাতিশয় যত্ন সহকারে, ধরাতলে শিরঃসংযোজন পূর্বক প্রণাম করিয়া, লজ্জায় অধোমুখ হইয়া রহিলেন । বিলোক্য লোকেশমশেযমীশ্বরপ্রিয়ঃ প্ৰণম্য প্রিয়মেষ পীড়িতম। খগাধিরা জাতিকঠোরবন্ধনৈরুবাচ বিশ্বেশমিদং কৃতাঞ্জলি: ॥ ১০৬ ৷ প্ৰহলাদ, পরমস্নেহাস্পদ পৌত্রকে গরুরবন্ধনে পীড়িত দেখিয়া, প্রণত ও কৃতাঞ্জলি হইয়া, ত্রিলোকীনাথ ভগবানকে কহিলেন – ফলেন পুষ্পেণ চ ভক্তিতোহধুনা জনা: সমভ্যর্চ যমভি মুক্তমাম । তথা গতিং যান্তি কুতোহস্ত দুৰ্গতিস্তদজি দত্তাখিলসম্পদে বিভো। ১০৭ ৷ হে প্রভো | নির্ধন লোকে ফল ও পুষ্প দ্বারা ভক্তিভাবে তোমার যে চরণারবিন্দের অর্চনা করিয়া, উত্তম গতি প্রাপ্ত হইয়া থাকে যে ব্যক্তি তোমার সেই চরণারবিন্দে সৰ্ব্বস্ব সমর্পণ করিয়াছে, তাহার এত দুৰ্গতি কেন । অথাত্রবীদৈত্যদয়েদিয়ে হরি: পরঃ পুমান বামন এনমিত্যয়ম । হিতার্থমভাগতমাত্মবিত্তমং বলেনিজোংকুষ্টকুপৈকভাজনম্ ॥ ১০৮ ৷ নিজ পৌত্রের হিতার্থে উপস্থিত নিরতিশয় কৃপাপাত্র পরমজ্ঞানী প্ৰহলাদের এই কথা শুনিয়া বামনরূপী ভগবানের অন্তঃকরণে বলি রাজার উপর দয়া জন্মিল। তখন তিনি নিজভক্ত প্ৰহলাদকে স্নেহসম্ভাষণ সহকারে কহিলেন,— বিবন্ধনং হেতদমুর্ঘ্য সন্মতে মৃদুর্লভং বিদ্ধি ভধৌষধং সত: | ন দুঃখদং সাম্প্রতদুঃখদায়কং ন চৌষধং চাস্তি স্থসেবনং কচিং ॥১০৯ ৷ হে সাধুশীল ! তোমার পৌত্রের এই যে বন্ধন দেখিতেছ, যদিও আপাততঃ দুঃখদায়ক বোধ হইতেছে, কিন্তু উহাকে ভবব্যাধিবিমোচনের অতিফুর্লভ মহৌষধ জ্ঞান করিবে ; ঔষধ কখনও সুখসেব্য হয় না । বিলক্ষণস্তুেতদমুখ্য বন্ধনং মম প্রসাদস্য পরপ্রসাদভাক । ইতি প্রবুধৈাব পরপ্রবোধভাকু বিষাদভাণ্ড মাস্ত ভবান স্বসাধুবাক ॥ ১১০ ৷ প্ৰহলাদ । তুমি আমার সবিশেষ স্নেহপাত্র, পরমজ্ঞানী ও প্রিয়বাদী । তদীয় পৌত্রের এই বন্ধন আমার অনুগ্রহের বিশেষ চিহ্ন জ্ঞান করিয়া, তুমি বিষন্ন হইও না। ইহৈব বিন্ধাবলিরাগতা দ্রুত সতী সতী সাধুমতি: পতিং বচঃ। ' উবাচ ভক্ত্যা পরয়েতি দীয়তাং প্রভো পদেহস্মিন শির আত্মনাত্মন: ॥ ১১১ ৷