পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামনাখ্যানম WVని রাখিয়াছিলেন ; এক্ষণে স্বীয় পাদপদ্মে আশ্রয় দান দ্বারা চরিতার্থ করিয়া, তাহাকে সেই স্থানে লইয়া গিয়া মূর্ত্যন্তর পরিগ্রহপূর্বক, তদীয় দ্বারপাল হইয়। বিরাজ করিতেছেন। বাণাস্কাশ্বশশিপ্রমে শকমহীপালস্ত্য বর্ষে জগদ্বিখ্যাতাহবয়কৃষ্ণচন্দ্রনৃপতেবুদ্ধিপ্রপৌত্রে গুরোঃ । ধন্যব্রহ্মবিদ্যুত্তমোত্তমগুণশীকান্তবিপ্রাত্মজো গ্রন্থং শ্ৰীমধুসূদনে ব্যরচয়ং শ্ৰীবামনাথ্যানকম্ ॥ ১১৭ ৷ সৰ্ব্বলোকবিখ্যাত মহারাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহামুভাবের গুরুদেব পূজ্যপাদ রামভদ্রন্যায়ালঙ্কার মহাশয়ের প্রপৌত্র, অশেষগুণরত্নমণ্ডিত পণ্ডিতকুলতিলক অতি পুণ্যাত্মা পরমাত্মদর্শী পরমপূজ্যপাদ শ্ৰীকান্ততর্করত্ন মহাশয়ের পুত্ৰ শ্ৰীমধুসুদন তর্কপঞ্চানন ১৭৯৫ শাকে বামনীখ্যাননামক গ্রন্থ রচনা করিলেন ।