গ্রন্থাবলী প্রচারের পূর্ব্বে এবং সাহিত্য-খণ্ড প্রকাশের পর বিদ্যাসাগর-স্মৃতি-সমিতি যে দুইটি পরিচয়-পত্র প্রচার করিয়াছিলেন, তাহাতে উল্লিখিত হইয়াছিল যে, এই গ্রন্থাবলী সাহিত্য, সমাজ, শিক্ষা ও বিবিধ এই চারি খণ্ডে সমাপ্ত হইবে। আমরা নানা দিক বিবেচনা করিয়া শিক্ষা ও বিবিধ অংশকে একত্র করিয়া তিন খণ্ডে গ্রন্থাবলী সমাপ্ত করিলাম। শিক্ষা ও বিবিধ অংশের বিষয় বিভাগে ও পূর্ব্ব প্রতিশ্রুতির কিছু কিছু পরিবর্তন সাধিত হইয়াছে; ‘সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা’ ও ‘বর্ণপরিচয়’ দুই ভাগ সম্পূর্ণ মুদ্রিত ও ব্যাকরণ কৌমুদী পরিত্যক্ত হইয়াছে; শব্দমঞ্জরী ও “শব্দসংগ্রহ” (সাহিত্য-পরিষৎ-পত্রিকা, ১৩০৮, ২য় সংখ্যা, পু ৭৪-১৩০) গ্রন্থাবলীতে স্থান পায় নাই। ঋজুপাঠ, বৈতালপচ্চাশী’, ‘সর্বদর্শন সংগ্রহঃ’, ‘মেঘদূতম, 'উত্তরচরিতম, ‘অভিজ্ঞানশকুন্তলম্' ও 'হর্ষ চরিতম' প্রভৃতি বিদ্যাসাগর মহাশয়ের সম্পাদিত গ্রন্থের ভূমিকা আমরা মুদ্রিত করি নাই, কারণ এই সকল ভূমিকা হইতে মূল বক্তব্যগুলি লইয়া আমরা আমাদের ভূমিকায় আলোচনা করিয়াছি। বিদ্যাসাগর মহাশয়ের ইংরেজী-বাংলা চিঠিপত্রগুলিও ছাপা সম্ভব হয় নাই। এমনিতেই পুস্তক বিপুল আকার ধারণ করিয়াছে; বিদ্যাসাগর মহাশয়ের ইংরেজী চিঠির সংখ্যা এত বেশী যে, সেগুলি ছাপিতে হইলে সমান আকারের আর একটি খণ্ড পুস্তকের প্রয়োজন হইত। আমরা অধিকন্তু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ‘নীতিবোধ’ হইতে বিদ্যাসাগর মহাশয়ের লিখিত অংশ গ্রন্থাবলীতে সন্নিবিষ্ট করিয়াছি।
এখানে বর্তমান খণ্ডের কয়েকটি পুস্তকের পাঠ সম্বন্ধে দুই একটি কথা বলা প্রয়োজন মনে করিতেছি। ‘বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ', ‘আখ্যানমঞ্জরী প্রথম ও দ্বিতীয় ভাগ, বোধোদয়’ ও ‘কথামালা’র কিছু কিছু অংশ বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যুর পর মুদ্রিত সংস্করণ হইতে গৃহীত হইয়াছে—তাঁহার জীবিতকালের পুস্তক আমরা অনেক চেষ্টাতেও সংগ্রহ করিতে পারি নাই। প্রত্যেক পুস্তকে সন্নিবিষ্ট সম্পাদকীয় মন্তব্য হইতে পাঠকের বর্তমান সংস্করণের পাঠ-পরিচয় পাইবেন। বিদ্যাসাগর মহাশয়ের স্ব-সম্পাদিত সংস্করণের পাঠ যেখানে পাওয়া যায় নাই, সেখানে রিসিভার অথবা অন্যান্য পরবর্ত্তী
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভূমিকা