পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wじbr@ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ জিজ্ঞাসা করিলাম, এ বিষয়ে আপনাদের কিছু স্মরণ হয় কি না। র্তাহারা বলিলেন, বহু বৎসর পূর্বে, আমরা সালিসি করিয়াছিলাম ; এক্ষণে তৎসংক্রান্ত কোনও বিষয়ের কিছুই স্মরণ হইতেছে না। অনেক ক্ষণ কথোপকথনের পর, শু্যামাচরণ বাবু বলিলেন, আমার ঠিক কিছুই মনে পড়িতেছে না ; তবে আপাততঃ এই মাত্র স্মরণ হইতেছে, তুমি তোমাদের রচিত পুস্তকের বিষয়ে কোনও প্রস্তাব করিয়াছিলে । মদন, সে বিষয়ে, আপন অভিপ্রায় ব্যক্ত করিয়া, আমায় পত্র লিখিয়াছিলেন । যদি সে পত্র পাওয়া যায়, তাহা হইলে, বোধ করি, আর কোনও গোল থাকে না । আমি যোগেন্দ্রনাথ বাবুকে কিছু দিন অপেক্ষা করিতে বলিয়াছিলাম । তিনি, তাহা না করিয়া, আমায় ভয় দেখাইয়া, সত্বর কার্য্যশেষ করিয়া লইবার অভিপ্রায়ে বাগবাজারনিবাসী বাবু দীননাথ বসু উকীলের নিকটে গমন করিলেন। দীননাথ বাবু, র্তাহার মুখে যেরূপ শুনিলেন, তদনুসারে আমায় নিম্নদর্শিত পত্র লিখিলেন, “PUNDIT ISSWAR CHUNDER BIDYASAGOR. My dear Sir, The widow and children of the late lamented Mudun mohun Turkalankar are in difficulty in consequence of your having stopped their allowance for profits in Turkalankar's works and preventing their publication by them. I hope you will please do something for them to avoid scandal and future botheration. The matter has been brought into my notice by persons interested for the family of Turkalankar and I have assured them that there will be no difficulty for them to get back their rights. Kindly try to settle the matter amicably as soon as possible lest it grows serious by delay. Hoping you are well I remain 17 May 71. Yours V Sincerely DINONATII BOSE” পত্রের অনুবাদ “আপনি মদনমোহন তর্কালঙ্কারপ্রণীত পুস্তকের উপস্বত্ব হিসাবে তাহার পরিবারকে যাহ। দিতেন, তাহ রহিত করিয়াছেন ; এবং তাহাদিগকে ঐ পুস্তক ছাপাইতে দিতেছেন না ; এজন্য তাহারা কষ্ট প্লাইতেছেন। আমি আশা করি, আপনি এ বিষয়ের নিম্পত্তি করিবেন ; নতুবা আপনাকে দুনামগ্ৰস্ত ও উৎপাতে পতিত হইতে হইবেক । তর্কালঙ্কারপরিবারের হিতৈষী