পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮২ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ এবং আর কতিপয় বিষয় জানাইলে, তর্কালঙ্কার তদুত্তরে এ বিষয়ে তাহাকে লিখিয়া পাঠান,— “Copyright বিষয়ে যে প্রশ্ন করিয়াছ তদ্বিষয়ে কয়েক কথা বক্তব্য আছে, আমি যে পৰ্য্যন্ত ছাপাখানার কায্য করিয়াছিলাম তৎকাল পৰ্য্যস্ত কপিরাইটের কোন প্রসঙ্গ উপস্থিত ছিল না, এবং আমার যেন এইরূপ স্মবণ হইতেছে, বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হইলেন তখনি মৃত মহাত্মা বাটন সাহেব তাহাকে ছাপাখানার ব্যবসায় বিষয়ক কি Hint দিয়াছিলেন অথবা দত্তবংশীয়ের তাহার উপর কোন কলঙ্কারোপ না করিতে পারে এই বিবেচনা কবিয়। ফলে আমার সে কথা ঠিক স্মরণ পড়িতেছে না, বিদ্যাসাগর ভায় ছাপাখানার অংশীদার থাকিতে অনিচ্ছুক হইয়। প্রকাশ করিয়াছিলেন তিনি আর ছাপাখানার অংশ গ্রহণ করিবেন না, যে সকল পুস্তক তিনি রচনা করিয়া দিবেন, তাহার কাপিরাইটু তিনি লইবেন, তদ্ভিন্ন অন্যান্য উপস্বত্বের ভাজন আমাকে করিবেন এইরূপ প্রস্তাব করিয়াছিলেন, ফলে বিদ্যাসাগবকে এই কথা জিজ্ঞাসা করিলেই তিনি তাহার সবিস্তার বৃত্তান্ত তোমাদিগে জানাইতে পারিবেন, অতএব উক্ত সময় হইতে কপিরাইটের হিসাব করা উচিত হয়, তাহার পূৰ্ব্বে যে কথা ছিল না ও হয় নাই, সে কথার নূতন প্রসঙ্গ করা উচিত इट् च न] * তর্কালঙ্কারের অভিপ্রায় অবগত হইয়া, সালিস মহাশয়ের আমায় জিজ্ঞাসিলেন, এক্ষণে আমরা কিরূপ করিব, বল । আমি বলিলাম, তর্কালঙ্কার যেরূপ বলিতেছেন, তাহা, আমার বিবেচনায়, কোনও মতে, সঙ্গত ও ন্যায়ামুগত নহে। কিন্তু তাহাতে আপত্তি করিতে গেলে, কাৰ্য্য শেষ হইবার পক্ষে, অনেক বিলম্ব ঘটিবেক । যত সত্বর হয়, তর্কালঙ্কারের সহিত সৰ্ব্বপ্রকার সংস্রব রহিত হওয়া আমার সৰ্ব্বতোভাবে প্রার্থনীয়। অতএব, আপনারা, তদীয় অভিপ্রায় অনুসারেই, সত্বর, কাৰ্য্য শেষ করিয়া দিউন। তখন তাহারা বলিলেন, তবে তর্কালঙ্কার যে সময় হইতে কপিরাইটের হিসাব করা উচিত হয় বলিতেছেন, তাহার পূৰ্ব্বে যে সকল পুস্তক লিখিত হইয়াছিল, তাহার একটি ফৰ্দ্দ, আর তাহার পরে যে সকল পুস্তক লিখিত হইয়াছে, তাহার একটি ফর্দ করিয়া দাও । আমি দুইটি ফর্দ করিয়া দিলাম। প্রথম ফর্দে তর্কালঙ্কারের উল্লিখিত সময়ের পূৰ্ব্বে লিখিত পুস্তকের, দ্বিতীয় ফদে ঐ সময়ের পরে লিখিত পুস্তকের বিবরণ রহিল। তর্কালঙ্কারের অভিপ্রায় অনুসারে, প্রথমফৰ্দ্দনির্দিষ্ট পুস্তক গুলি (১) ছাপাখানার সম্পত্তি বলিয়া পরিগণিত (১) তর্কালঙ্কারের লিখিত শিশুশিক্ষা তিন ভাগ ; আমার লিখিত বেতালপঞ্চবিংশতি, বাঙ্গালার ইতিহাস, জীবনচরিত, বোধোদয়, উপক্ৰমণিকা, ঋজুপাঠ তিন ভাগ ।