পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসাগর-গ্রস্থাবলী—বিবিধ نیا مbیاA অভিপ্রায় প্রকাশ করিয়াছিলেন, সেই সেই উপাখ্যানে, স্থানে স্থানে, দুই একটি শব্দ মাত্র পরিবৰ্ত্তিত হইয়াছিল। বিদ্যারত্ব ও তর্কালঙ্কার ইহার অতিরিক্ত আর কিছুই করেন নাই । সুতরাং, বেতালপঞ্চবিংশতি তর্কালঙ্কার দ্বারা এত দূর সংশোধিত ও পরিমাজিত হইয়াছিল যে ইহা উভয় বন্ধুর রচিত বলিলেও বলা যাইতে পারে, যোগেন্দ্রনাথ বাবুর এই নির্দেশ কোনও মতে সঙ্গত ও ন্যায়ানুগত হয় নাই। শ্ৰীযুত গিরিশচন্দ্র বিদ্যারত্ব অদ্যাপি বিদ্যমান আছেন । তিনি এক্ষণে সংস্কৃত কলেজে সংস্কৃত সাহিত্য শাস্ত্রের অধ্যাপক । এ বিষয়ে, তিনি আমার জিজ্ঞাসার উত্তরে যে পত্র লিখিয়াছেন, ঐ উত্তরপত্র, আমার জিজ্ঞাসাপত্রের সহিত, নিম্নে নিবেশিত হইতেছে। "অশেষগুণাশ্রয় শ্ৰীযুত গিরিশচন্দ্র বিদ্যারত্ব ভ্রাতৃ প্রেমাস্পদেষু সাদরসম্ভাষণমাবেদনম্। তুমি জান কি না বলিতে পারি না, কিছু দিন হইল, সংস্কৃত কলেজের ভূতপূৰ্ব্ব ছাত্ৰ শ্ৰীযুত বাবু যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এম. এ., মদনমোহন তর্কালঙ্কাবের জীবনচরিত প্রচারিত করিয়াছেন । ঐ পুস্তকের ৪২ পৃষ্ঠায় লিখিত হইয়াছে, “বিদ্যাসাগবপ্রণীত বেতালপঞ্চবিংশতিতে অনেক নুতন ভাব ও অনেক স্থমপুর বাক্য তর্কালঙ্কার দ্বাবা অন্তনিবেশিত হইয়াছে । ইহা তর্কালঙ্কার দ্বার। এত দূব সংশোধিত ও পবিমাজিত হইয়াছিল যে বোমাণ্ট ও ফ্লেচরের লিপিত গ্রন্থগুলির ন্যায় ইহ। উভয় বন্ধুর রচিত বলিলেও বলা যাইতে পারে ।” বেতালপঞ্চবিংশতি সম্প্রতি পুনরায় মুদ্রিত হইতেছে । যোগেন্দ্রনাথ বাবুর উক্তি বিষয়ে কিছু বলা আবখ্যক বোধ হওয়াতে, এই সংস্কবণের বিজ্ঞাপনে তাহ ব্যক্ত করিব, স্থির করিয়াছি । বেতালপঞ্চবিংশতির সংশোধন বিষয়ে তর্কালঙ্কারের কত দূর সংস্রব ও সাহায্য ছিল, তাত তুমি সবিশেষ জান । যাহা জান, লিপি দ্বারা আমায় জানাইলে, অতিশয় উপকৃত হইব । তোমার পত্র খানি, আমার বক্তব্যের সহিত, প্রচারিত করিবার অভিপ্রায় আছে, জানিবে ইতি । কলিকাতা । ত্বদেকশৰ্ম্মশৰ্ম্মণ: ১০ই বৈশাখ, ১২৮৩ সাল । শ্ৰীঈশ্বরচন্দ্রশৰ্ম্মণ:" “পরমশ্রদ্ধাস্পদ শ্ৰীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জ্যেষ্ঠভ্রাতৃপ্রতিমেযু শ্ৰীযুত বাবু যোগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এম. এ. প্রণীত মদনমোহন তর্কালঙ্কারের জীবনচরিত গ্রন্থে বেতালপঞ্চবিংশতি সম্বন্ধে যাহা লিখিত হইয়াছে, তাহা দেখিয়া বিস্ময়াপন্ন হইলাম । তিনি