ులను বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ তৃতীয় বার্ষিক পরীক্ষার সময়ে, মাননীয় বাবু রসময় দত্ত মহাশয় বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন । তিনি, অগ্নীপ্র রাজার তপস্যাসংক্রান্ত কতিপয় কথা লিখিয়া দিয়া, আমাদিগকে বলিয়া দেন, এই বিষয়ে শ্লোকরচনা কর । র্তাহার লিখিত কথা গুলি অবলম্বন পূর্বক, নিম্নমুদ্রিত দশটি শ্লোকের মধ্যে, ১ ৷ ২ ৷ ৩ ৷৷ ৪ ৷ ৯ ৷ ১০ এই ছয়টি রচিত হইয়াছিল ; আর, ৫ । ৬। ৭ । ৮ এই চারিটি আমার ইচ্ছ। অনুসারে রচিত অতিরিক্ত শ্লোক। এই শ্লোকচতুষ্টয় রসময় বাবুর সাতিশয় প্রতিপদ হইয়াছিল। অগ্রীপ্রোনাম ভূমীন্দ্রঃ প্রজারঞ্জনবিশ্রুতঃ। আরাধয়ৎ সুতাকাজক্ষী গিরিপ্রস্থে প্রজাপতিম্ ॥ ১ ॥ ভগবান সোহথ তজজ্ঞাত্বা প্রেষয়ামাস সত্বরম। প্রযত্নতঃ পূৰ্ব্বচিত্তিং নাম কমিপি কামিনীম ৷ ২ ৷ নৃপতিস্তাং সমালোক্য কান্ত্য ত্ৰৈলোক্যমোহিনীম্। শ্লোকামুবাচ কতিচিজড়বন্মোহমাশ্রিতঃ ॥ ৩ ॥ আলীঢ়নীরদচয়ে শিখরৈরুদগ্রৈরুচ্চাবচৈরজগরৈরভিতে বিকীর্ণে। ক্রব্যাদনৈরগণনৈর্ভয়মাদধানে কিং নু ব্যবস্তসি মুনীশ্বর ভূধরেহস্মিন ॥ ৪ ॥ কোদণ্ডযুগামিদমদ্ভুতমসুজাক্ষি ধৎসে কিমথমথবা হরিণোপমানাম । বালে বশীকরণবাসনয়। নিতান্তম অস্মাদৃশং হতদৃশ্যমজিতেন্দ্রিয়াণাম ॥ ৫ ॥ বাণ বিমেী বিবিধবিভ্রমমস্থরে তে পুঙ্খং বিনাপি রুচিরে নিশিতাগ্রভাগে । ধাতুঃ কটাক্ষপতিতায় হতাশ্রয়ায় কৰ্ম্মৈ প্রযেক্ত মভিবাঞ্ছসি তন্ন বিদ্ম: ॥ ৬ ॥ যদৃশ্বতে মুমুখি বিম্বফলং মনোজ্ঞং মধ্যে সুবর্ণপরিকল্পিতবাগুরায়াঃ । --জানীমহে ন হি করিষতি কস্ত যুন শ্চেতোবিহঙ্গমশিশোবিপুলাং বিপত্তিম ॥ ৭ ॥
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।