পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংস্কৃত রচনা \ువన ১৮৪২ খৃষ্টীয় শাকে, রবর্ট কষ্ট নামে, একটি সম্রাস্তবংশোদ্ভব সিবিলিয়ান ফোর্ট উইলিয়ম কালেজে অধ্যয়ন করিতেন। আমি, সেই সময়ে, ঐ কলেজে প্রধান পণ্ডিতের পদে নিযুক্ত ছিলাম। র্তাহার সহিত আলাপ হইলে, তিনি, মধ্যে মধ্যে, কলেজে আসিয়া, আমার সহিত নানা বিষয়ে কথোপকথন করিতেন। তিনি বিলক্ষণ বুদ্ধিমান, বিদ্বান, সুশীল, ও সৎস্বভাব ব্যক্তি ছিলেন। র্তাহার সহিত আলাপ করিয়া, আমি সাতিশয় সুখী হইতাম। এক দিন, তিনি, বিলক্ষণ আগ্রহপ্রদর্শন পূৰ্ব্বক, সবিশেষ অনুরোধ করিয়া, আমায় বলিলেন, যদি তুমি, আমার বিষয়ে, সংস্কৃতভাষায় শ্লোকরচনা করিয়া দাও, তাহ হইলে, আমি অতিশয় আহলালিত হই । তদীয় অনুরোধের বশবৰ্ত্তী হইয়া, তাহাকে কিয়ৎ ক্ষণ অপেক্ষা করিতে বলিয়, আমি নিম্নমুদ্রিত শ্লোকদ্বয় তাহার হস্তে দিলাম। তিনি, শ্লোক লইয়া, প্রফুল্ল চিত্তে, প্রস্থান করিলেন । শ্রীমান রবর্ট কষ্টোইছ বিদ্যালয়মুপাগতঃ। সৌজন্তপূৰ্ণৈরালাপৈর্নিতরাং মামতোষয়ৎ ৷ ॥ স হি সদগুণসম্পন্নঃ সদাচাররতঃ সদা । প্রসন্নবদনে নিত্যং জীবত্বদেশতং সুখী ৷ ২ ৷ পরীক্ষোত্তীর্ণ হইয়া, শ্ৰীযুত রবর্ট কষ্ট পঞ্জাব অঞ্চলে নিযুক্ত হয়েন, এবং, বহু বৎসর কৰ্ম্ম করিয়া, স্বদেশে প্রতিগমন করেন। প্রস্থানের পূৰ্ব্বে, এক দিন, আমার সহিত সাক্ষাৎ করিয়া, তিনি বলিলেন, আমি স্বদেশে যাইতেছি, আর এ দেশে আসিব না ; মৃতরাং, তোমার সহিত এই আমার শেষ সাক্ষাৎকার। কিয়ৎ ক্ষণ কথোপকথনের পর, তিনি বলিলেন, যদি তোমার, পূর্বের মত, শ্লোকরচনার অভ্যাস থাকে, তাহ হইলে, আমার বিষয়ে, কল্য কতিপয় শ্লোক পাঠাইলে, আমি অতিশয় আহলাদিত হইব। তদনুসারে, যে পাঁচটি শ্লোক রচিত ও তাহার নিকটে প্রেরিত হইয়াছিল, তাহ নিম্নে মুদ্রিত হইতেছে । দোষৈর্বিনাকৃতঃ সৰ্ব্বৈঃ সৰ্ব্বৈরাসেবিতে গুণৈ: | কুতী সৰ্ব্বাস্থ বিদ্যাসু জীয়াৎ কষ্টো মহামতি ॥ ১ ॥ দয়াদাক্ষিণ্যমাধুর্য্যগাম্ভীৰ্য্যপ্রমুখ গুণাঃ। নয়বস্মরতে নূনং রমস্তেহস্মিন নিরস্তরম্ । ২ ॥