পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१०२ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ পশ্চিম অঞ্চলে, জন মিয়র নামে, এক অতি মহানুভাব সিবিলিয়ান ছিলেন। ঐ মাননীয় বিদ্যোৎসাহী মহোদয়ের প্রস্তাব অনুসারে, পুরাণ, সূৰ্য্যসিদ্ধান্ত, ও য়ুরোপীয় মতের অনুযায়ী ভূগোল ও খগোল বিষয়ে, কতকগুলি শ্লোক লিখিয়া, একশত টাকা পারিতোষিক পাইয়াছিলাম। এই শ্লোকগুলি স্বতন্ত্র মুদ্রিত করিবার বাসন আছে । আমার পূর্বোক্ত আত্মীয়, নিতান্ত নীরস বলিয়া, এই শ্লোক গুলি লইয়া যান নাই ; লইয়া গেলে, আর আমার হস্তগত হইবার প্রত্যাশা থাকিত না । শ্ৰীঈশ্বরচন্দ্ৰ শৰ্ম্ম৷ কলিকাতা ১লা অগ্রহায়ণ ১২৯৬ সাল