পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮔ Ꮌ8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ ৪৭। যচ্চিস্তিতং তদিহ দূরতরং প্রয়াতি যচ্চেতসা ন গণিতং তদিহাভু্যপৈতি। প্রাতর্ভবামি বসুধাধিপচক্রবত্তী সোহহং ব্ৰজামি বিপিনং জটিলস্তপস্বী (১) ৪৮ । যাস্ত্যামি কালসদনং সহ লক্ষ্মণেন সীতাপি যাস্ততি ভয়াদশকন্ধগেহম্। যাস্তন্তি বানরচমূপতয়ঃ স্বদেশান হা হস্ত নাস্তি গতিরেব বিভীষণস্ত (২) ॥ ৪৯। মাতন্ত্রয়োদশি তিথে প্রণমামি তুভ্যং মৎকান্তসঙ্গমবিধায়িনি সৰ্ব্বসিদ্ধে । ভূয়াস্তমেব দশপঞ্চ চ বাসরণি মা ভূৎ কদাচিদপি পাপতিথিদ্বিতীয়া (৩) ৷ ৫০ । এষ। ভবিযুতি বিনিদ্রসরোরুহাক্ষী কামস্ত কাপি বনিত তনুজানুজা বা । য: পশুতি ক্ষণমিমাং কথমন্যথাসে। কোপাত্তমস্তকরুণং তরুণং নিহন্তি ॥ ৫১। আপঙ্কত। শিরসিজে ত্ৰিবলী কপোলে দস্তাবলী বিগলিত ন ততো বিষাদঃ । (১) আমি রাজপদে প্রতিষ্ঠিত হইলে, পিতাকে অঙ্গীকারভঙ্গ নিবন্ধন উৎকট দোষে দুষিত হইতে হইবেক ; কিন্তু তাহা কদাচ উচিত নহে ; এই বিবেচনায়, উপস্থিত রাজ্যাধিকাবে বিসর্জন দিয়া, বনপ্রস্থানকালে রামচন্দ্রের উক্তি । (২) লক্ষ্মণ ইন্দ্ৰজিতের শল্যপ্রহরে হতচেতন হইয় পতিত হইলে, তাহার প্রাণত্যাগ অবধারিত ইহা স্থির করিয়া, রামচন্দ্রের আক্ষেপবাক্য । (৩) শুক্লপক্ষে ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, প্রতিপদ ; কৃষ্ণপক্ষে ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্তা, প্রতিপদ, এই কয় তিথিতে সংস্কৃতপাঠ নিষিদ্ধ । যাহারা দূরবত্তী চতুষ্পাঠীতে অধ্যয়ন করিতেন, তাহারা, ত্রয়োদশীর দিন বাটাতে আসিয়া, প্রতিপদ পৰ্য্যস্ত থাকিয়া, দ্বিতীয়ার দিন, পুনরায় চতুষ্পাঠীতে যাইতেন ; সুতরাং, বিবাহিত বিদ্যার্থীর স্ত্রীর পক্ষে, এক এক পক্ষে, চারি দিন মাত্র পতিসহবাস ঘটিত । তাদৃশ বিদ্যাখীর স্ত্রীর আক্ষেপোক্তি । অষ্টমীতেও পাঠ নিষিদ্ধ ; বোধ হয়, এক দিনেব জন্যে বিদ্যাগীরা বাটীতে আসিতেন না ; এজন্য, তাহার কোনও উল্লেখ নাই ।