পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্লোকমঞ্জরী १२ ({ ১২৯ । চণ্ডাংশোঃ পরিতাপেন দাবাগ্নেরপি নীরদ । আমূলনীরস শাখী নাল্পসেকেন জীবতি ॥ ১৩০ । মলয়াচলসস্তুতে বাতি বাতে শনৈ: শনৈঃ (১)। নিনিন্দ বানরান কাচিৎ কামিনী যামিনীমুখে (২) ১৩১ ৷ কো ভারঃ পরিখাপারঃ পারাবারবিহারিণঃ । নিপীতকালকূটস্য হরস্যেবাহিখেলনম্। ১৩২ ৷ আমূলতঃ সরসতা ফলবত্তা পরার্থত । অয়ি রন্তে ফলারম্ভে কৌটিল্যং তব নোচিতম্ ॥ ১৩৩ । কিং ক্রমঃ শশিনে ভাগ্যং হরস্য শিরসি স্থিতিঃ । অভাগ্যমপি কিং ব্রমস্তত্র স্থিত্বাপ্যপূর্ণত। ১৩৪ । বনং দহতি দাবাগ্নিঃ সখী ভবতি মারুতঃ । স এব দীপনাশায় ক্ষীণে কস্যাস্তি গৌরবম্ ॥ ১৩৫ ৷ আয়ুষঃ ক্ষণ একোহপি ন লভ্যঃ স্বণকোটিভিঃ । স চেন্নিরর্থকং নীতঃ কী নু হানিস্ততোহধিক ॥ ১৩৬। যামীতি প্রিয়পৃষ্টায়াঃ কামিন্যাঃ কণ্ঠসংস্থয়োঃ । বচোজীবিতয়োরাসাং পুরে। নিঃসরণে রণঃ ॥ ১৩৭ ৷ পদস্থিতস্য পদ্মস্য মিত্রে বরুণভাস্করে। (৩) । পদচ্যুতস্য পদ্মস্য ক্লেদক্লেশকরারুভে । ১৩৮ । স্নিগ্ধং ধ্বনসি জীমূত বারিধারাং ন মুঞ্চসি । আশ্বাসেনাথ সারঙ্গঃ কতি নেষ্যতি বাসরান ॥ ১৩৯। ধারাধর ধরা বারিধারাভিঃ পরিপুরিত। খগচষ্ণুপুটদ্রোণীপুরণে বদ কঃ শ্রমঃ ॥ (১) মন্দং বকতি মারুতে । পাঠান্তর । (২) কবিরা বর্ণনা করিয়া থাকেন, মলয়ানিল বিবহিণীদিগের পক্ষে নিরতিশয় যন্ত্রণাদায়ক । সমুদ্রে সেতুবন্ধনকালে, বানরেরা বহুসংখ্যক পৰ্ব্বত উৎপাটিত করিয়া আনিয়াছিল । সেই সময়ে তাহারা, অন্যান্য পৰ্ব্বতের ন্যায়, মলয়পৰ্ব্বত উৎপাটিত করিয়া আনিলে, বিরহিণীদের মলয়ানিলনিবন্ধন যন্ত্রণাভোগ নিবারিত হইত। বানরেরা তাহা করে নাই, এজন্য তাহাদের নিন্দ । (৩) সহায়েী বারিভাস্করে। পাঠান্তর।