বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ QS) আজ্ঞাপ্রতিপালন করিতে হইয়াছে ; নতুবা, আপনকার সহিত আমার যেরূপ সৌহৃদ্য আছে, তাহার কোনও ব্যতিক্রম হইবেক না, জানিবেন। বিহারের নায়েব দেওয়ান রাজা সিতাব রায়েরও চরিত্র বিষয়ে সন্দেহ জন্মিয়াছিল ; এজন্য, তিনিও কলিকাতায় আনীত হইলেন । তাহার পরীক্ষা অল্প দিনেই সমাপ্ত হইল । পরীক্ষায় তাহার কোনও দোষ পাওয়া গেল না ; অতএব তিনি মান পূর্বক বিদায় পাইলেন । তৎকালীন মুসলমান ইতিহাসলেখক, সরকার কার্য্যের নির্বাহ বিষয়ে, তাহার প্রশংসা করিয়াছেন ; কিন্তু ইহাও লিখিয়াছেন, প্রধানপদারূঢ় অন্যান্ত লোকের স্যায়, তিনিও, অন্যায় আচরণ পুৰ্ব্বক, প্রজাদিগের নিকট অধিক ধন গ্রহণ করিতেন। অপরাধী বোধ করিয়া কলিকাতায় আনয়ন করাতে, তাহার যে অমৰ্য্যাদা হইয়াছিল, তাহার প্রতিবিধানার্থে, কিছু পারিতোষিক দেওয়া উচিত বোধ হওয়াতে, কোন্সিলের সাহেবেরা তাহাকে এক মর্য্যাদাসূচক পরিচ্ছদ পুরস্কার দিলেন এবং বিহারের রায় রাইয়া করিলেন । কিন্তু, অপরাধিবোধে কলিকাতায় আনয়ন করাতে, তাহার যে অপমানবোধ হইয়াছিল, তাহাতে তিনি এক বারে ভগ্নচিত্ত হইলেন। ইঙ্গরেজেরা, এ পর্য্যন্ত, এতদেশীয় যত লোক নিযুক্ত করিয়াছিলেন, তন্মধ্যে তাহারা রাজা সিতাব রায়ের সর্বদা সবিশেষ গৌরব করিতেন । তিনি এরূপ তেজস্ব ছিলেন যে, অপরাধিবোধে অধিকারচু্যত করা, কয়েদ করিয়া কলিকাতায় আনা, এবং দোষের আশঙ্কা করিয়া পরীক্ষা করা, এই সকল অপমান তাহার অত্যন্ত অসহ্য হইয়াছিল । ফলতঃ, পাটনা প্রতিগমন করিয়া, ঐ মনঃপীড়াতেই তিনি প্রাণত্যাগ করিলেন। তাহার পুত্র রাজা কল্যাণ সিংহ তদীয় পদে অভিষিক্ত হইলেন । পাটনা প্রদেশ, উৎকৃষ্ট দ্রাক্ষাফলের নিমিত্ত, যে প্রসিদ্ধ হইয়াছে, রাজ সিতাব রায়ই তাহার আদিকারণ। তাহার উদ্যোগেই, ঐ প্রদেশে, দ্রাক্ষ ও খরমুজের চাস আরব্ধ হয় । মহম্মদ রেজা খার পরীক্ষায় অনেক সময় লাগিয়াছিল । নন্দকুমার তাহার দোষোদঘাটক নিযুক্ত হইলেন । প্রথমতঃ স্পষ্ট বোধ হইয়াছিল, অভিযুক্ত ব্যক্তির দোষ সপ্রমাণ হইবেক । কিন্তু, দ্বৈবার্ষিক বিবেচনার পর, নিদ্ধারিত হইল, মহম্মদ রেজা খ৷ নির্দোষ ; নির্দোষ হইলেন বটে, কিন্তু আর পূর্ব কৰ্ম্ম প্রাপ্ত হইলেন না । নিজামতে মহম্মদ রেজা খার যে কৰ্ম্ম ছিল, তিনি পদচ্যুত হইলে পর, তাহ দুই ভাগে বিভক্ত হইল। নবাবকে শিক্ষা দেওয়ার ভার মণিবেগমের হস্তে অপিত হইল ; আর, সমুদয় ব্যয়ের তত্ত্বাবধানার্থে, হেষ্টিংস সাহেব, নন্দকুমারের পুত্র গুরুদাসকে নিযুক্ত
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।