৭৩a বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ ৪ । কামিনীকায়কান্তারে কুচপৰ্ব্বতত্ত্বৰ্গমে । মা সঞ্চর মনঃ পাস্থ তত্রাস্তে স্মরতস্করঃ ॥ ৫ । অসারে খলু সংসারে সারং কাস্তাকুচদ্বয়ম্। যদৃবিশ্লেষভয়াৎ শস্তুরদ্ধনারীশ্বরোহভবৎ ॥ ৬ । তব তম্বি কুচাবেতে নিয়তং চক্রবর্তিনে । আসমুদ্রকরগ্রাহী ভবানু যত্র করপ্রদ; (১) ॥ (১) এই শ্লোক সংক্রাস্ত কিংবদন্তী সংক্ষেপে নিদিষ্ট হইতেছে। কালিদাসের আরাধনায় প্রসন্ন হইয়া, সরস্বতী দেবী তাহার সম্মুখে আবিভূতি হইলে, প্রভূত ভক্তিযোগ সহকারে বারংবার প্রণাম ও প্রদক্ষিণ করিয়া, কালিদাস সরস্বতী দেবীর বর্ণনা করিলেন । এই বর্ণনা আরাধ্য দেবতার বর্ণনার অনুযায়িনী হয় নাই ; সামান্য নায়িকার বর্ণনা যে প্রণালীতে প্রণীত হইয়া থাকে, তদনুযায়িনী হইয়াছিল। এজন্য সরস্বতী দেবী সাতিশয় অসস্তোষপ্রদর্শন পূর্বক বলিলেন, তুমি, সামান্য নায়িকার ন্যায় বর্ণনা করিয়া, আমার অবমাননা করিলে । এই অপরাধে, সামান্য নায়িকার হস্তে তোমার প্রাণান্ত ঘটিবেক । রাজা বিক্রমাদিত্যের রক্ষিতা এক বারবনিতা ছিল । রাজপ্রসাদে এই বারবনিতার সুখ, সম্পত্তি, ও আধিপত্যের সীমা ছিল না । কালিদাস তাহার নিবতিশয় প্রণয়ভাজন ছিলেন ; প্রত্যহ, গোপনে তাহার ভবনে গিয়া, আমোদ করিতেন। এক দিন, তিনি তাহার সহিত আমোদ করিতেছেন, এমন সময়ে রাজ বারবনিতার আবাসে উপস্থিত হইলেন । তদীয় আগমনবার্তা শ্রবণে, কালিদাস ও বারবনিত উভয়ে ভয়ে অভিভূত ও যৎপরোনাস্তি ব্যতিব্যস্ত হইলেন। উপায়াস্তর দেখিতে না পাইয়া, অবশেষে কালিদাস পাশ্ববৰ্ত্তী গৃহে লুকাইয়া রহিলেন । কিয়ং ক্ষণ পরে রাজা বারবনিতার নিকটে উপস্থিত হইলে, উভয়ে, একাসনে আসীন হইয়া, ইষ্টালাপ করিতে লাগিলেন । রাজা, বারবনিতার স্তনে হস্তাপণ করিয়া, বলিলেন, “তব তম্বি কুচাবেতে নিয়তং চক্রবর্তিনেী” । রাজকৃত স্তনবর্ণনা শ্রবণবিবরে প্রবিষ্ট হইবামাত্র, কালিদাস, এককালে বাহক্সানশূন্ত হইয়া, ঐ বর্ণনার সমর্থন গেঁ বন্সিলেন, "আসমুদ্রকরগ্রাহী ভবান যত্র করপ্রদঃ” । রাজা, কালিদাসের স্বরশ্রবণ মাত্র, চকিত ও অতিমাত্র লজ্জিত হইলেন, এবং এ স্থানে কালিদাসের গতিবিধি আছে, ইহা বুঝিতে পারিয়া, ভয়ানক ঈর্ষার আবির্ভাব বশতঃ, বারবনিতার উপর যৎপরোনাস্তি রুষ্ট ও অসন্তুষ্ট হইয়া, আজ অবধি আমি তোমার সংস্রবত্যাগ করিলাম, তাহাকে এই কথা বলিয়া, চলিয়া গেলেন। কালিদাসের নিবুদ্ধিতা ও অবিমুশ্বকারিতার জন্যে, আমি এ জন্মের মত রাজপ্ৰসাদে বঞ্চিত
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।