পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা পূজ্যপাদ স্বৰ্গীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিতৃদেব মহাশয়, যে সময়ে, স্যায়শাস্ত্রের শ্রেণীতে অধ্যয়ন করিতেন, সেই সময়ে “ভূগোলখগোলবৰ্ণনম্‌” নামক একখানি ক্ষুদ্র সংস্কৃত গ্রন্থ রচনা করিয়াছিলেন। এপর্য্যন্ত, ভূগোলখগোলবৰ্ণনম্ প্রকাশিত হয় নাই। পূজ্যপাদ পিতৃদেব, মৃত্যুর কিছু দিন পূর্বে, এই পুস্তক মুদ্রিত করিবার সঙ্কল্প করিয়াছিলেন। তদীয় অভিপ্রায় অনুসারে, ইহার মুদ্রণ কর্য্যের সূত্রপাত হইয়াছিল। কিন্তু, দুর্ভাগ্যক্রমে, তিনি স্বয়ং ইহা মুদ্রিত করিয়া যাইতে পারেন নাই। তিনি স্বয়ং সংশোধন ও মুদ্রণের তত্ত্বাবধান করিলে, ভূগোলখগোল যেরূপ হইত, এক্ষণে সেরূপ হইবার সম্ভাবনা নাই। র্তাহার আরব্ধ কাৰ্য্য অসমাপ্ত থাকে, ইহা কোনও অংশেই প্রার্থনীয় নহে ; এবং পিতৃদেবের বাল্যরচনা অনেকের প্রতিপ্রদ হইবেক, মনে করিয়া, আমি ভূগোলখগোলবৰ্ণনম্ প্রকাশিত করিলাম । যে কারণে ও যে রূপে, ভূগোলখগোলবৰ্ণনম্ রচিত হয়, পিতৃদেবের স্বহস্তলিখিত বিজ্ঞাপনে, তাহা সজেক্ষপে বর্ণিত আছে। এই বিজ্ঞাপন, ভূগোলখগোলবৰ্ণনের পাণ্ডুলিপির সহিত পাওয়া গিয়াছে। উহ, এই পুস্তকের “বিজ্ঞাপন”-স্বরূপ সংযোজিত হইল। ১৫ই বৈশাখ । { ১২৯৯ সাল । শ্রীনারায়ণচন্দ্ৰ শৰ্ম্ম