পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

අළුbr বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ অতএব, তুমিই একশত শ্লোক লিখিয়া দাও। তখন, আমি বলিলাম, দেখ, আমার কিছুমাত্র ইচ্ছা ছিল না ; কেবল তোমার পীড়াপীড়িতে এ বিষয়ে প্রবৃত্ত হইয়াছিলাম। যখন তুমি নিবৃত্ত হইলে, তখন আমিও নিবৃত্ত হইলাম। বিশেষতঃ, সমস্ত যোগাড় করিয়া, আর পঞ্চাশটি শ্লোক লিখিবার আর সময় নাই। এমন স্থলে, এ বিষয়ে ক্ষান্ত হওয়াই উচিত। এই বলিয়া, আমি যে শ্লোকগুলি লিখিয়াছিলাম, তাহার সমক্ষেই, ছিড়িয়া ফেলিয়া দিলাম। শ্লোক কর্তৃপক্ষের হস্তে সমপিত হইবার নিৰ্দ্ধারিত দিন উপস্থিত হইল । অন্যান্ত ছাত্রের ন্যায়, আমার ঐ সহাধ্যায়ীও স্বরচিত শত শ্লোক কর্তৃপক্ষের হস্তে দিলেন । তদর্শনে আমি হতজ্ঞান হইলাম। কেহ কাহারও সহিত এত দূর পর্য্যন্ত চাতুরী করিতে পারে, ইহার পূৰ্ব্বে, আমার বোধ ছিল না। কিছু দিন পরে, মিয়র সাহেব পুনরায় প্রস্তাব করিয়া পাঠাইলেন, পুরাণ, সূৰ্য্যসিদ্ধান্ত ও যুরোপীয় মতের অনুযায়ী ভূগোল ও খগোল বিষয়ে যে ছাত্রের রচিত শত শ্লোক সৰ্ব্বোৎকৃষ্ট হইবেক, তিনি, তাহাকে একশত টাকা পুরস্কার দিবেন। এবার, আমি, আমার ঐ সহায়ধ্যায়ী, ও আর কতিপয় ছাত্র শ্লোকরচনায় প্রবৃত্ত হইলাম। আমার ঐ সহায়ধ্যায়ীর পক্ষে, নিরতিশয় আক্ষেপের বিষয় এই, এবারকার পুরস্কার আমি পাইয়াছিলাম। এই শ্লোকগুলি * এক্ষণে মুদ্রিত হইতেছে।

  • পূজ্যপাদ পিতৃদেবের রচিত শ্লোকের সংখ্য, মিয়র সাহেবের নির্দিষ্ট সংখ্যা অপেক্ষ অনেক অধিক দৃষ্ট হইতেছে। ভূগোলখগোলবৰ্ণনের শ্লোকসংখ্যা ৪০৮। মিয়র সাহেব, বোধ হয়, অনূ্যন শত শ্লোক রচনা করিতে হইবে, এইরূপ নিয়ম করিয়াছিলেন; কিন্তু পূজ্যপাদ পিতৃদেব, তদপেক্ষা অনেক অধিক শ্লোক রচনা করিয়াছিলেন। তাতার লিখিত এই বিজ্ঞাপনে, এ বিষয়ের কিছু উল্লেখ নাই । সুতরাং, এ সম্বন্ধে স্পষ্ট কিছুই জানা शष्टाउछन।
  • ৫াকাশক