পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ (? (? হইবেক, এবং তাহদের পরিবর্তে, আর ছয় জনকে মনোনীত করা যাইবেক । আর, ইহাও আদিষ্ট হইল যে, বাঙ্গালার গবর্ণর ভারতবর্ষের গবর্ণর জেনেরল হইবেন, অন্যান্য রাজধানীর রাজনীতিঘটিত যাবতীয় ব্যাপার তাহার অধীনে থাকিবেক । গবর্ণর ও কোন্সিলের মেস্বরদিগের ক্ষমতা বিষয়ে, সৰ্ব্বদা বিবাদ উপস্থিত হইত ; অতএব নিয়ম হইল, গবর্ণর জেনেরল ফোর্ট উইলিয়মের একমাত্র গবর্ণর ও সেনানী হইবেন । গবর্ণর জেনেরল, কোন্সিলের মেম্বর, ও জজদিগের বাণিজ্য নিষিদ্ধ হইল। এজন্য, গবর্ণর জেনেরলের আড়াই লক্ষ, ও কোন্সিলের মেস্বরদিগের আশী হাজার টাকা, বার্ষিক বেতন নিৰ্দ্ধারিত হইল। ইহাও আজ্ঞপ্ত হইল যে, কোম্পানির অথবা রাজার কাৰ্য্যে নিযুক্ত কোনও ব্যক্তি উপঢৌকন লইতে পারিবেন না। আর, ডিরেক্টরদিগের প্রতি আদেশ হইল যে, ভারতবর্ষ হইতে রাজশাসন সংক্রান্ত যে সকল কাগজ পত্র আসিবেক, সে সমুদয় তাহার রাজমন্ত্রিগণের সম্মুখে উপস্থিত করিবেন । বিচারনির্বাহ বিষয়ে, এই নিয়ম নিৰ্দ্ধারিত হইল যে, কলিকাতায় সুপ্রীম কোর্ট নামে এক বিচারালয় স্থাপিত হইবেক । তথায়, বার্ষিক অশীতি সহস্র মুদ্রা বেতনে, এক জন চীফ জষ্টিস, অর্থাৎ প্রধান বিচারকর্তা, ও যষ্টি সহস্র মুদ্রা বেতনে, তিন জন পিউনি জক্ত, অর্থাৎ কনিষ্ঠ বিচারকত্ব থাকিবেন। এই জজের কোম্পানির অধীন হইবেন না, রাজা স্বয়ং তাহাদিগকে নিযুক্ত করিবেন। আর, ঐ ধৰ্ম্মাধিকরণে, ইংলণ্ডীয় ব্যবহারসংহিতা অনুসারে, ব্রিটিশ সজেক্টদিগের বিবাদনিম্পত্তি করা যাইবেক । পরিশেষে, এই অনুমতি হইল যে, ভারতবর্ষ সংক্রান্ত কাৰ্য্যের নির্বাহ বিষয়ে, পালিমেণ্টের অধ্যক্ষের প্রথম এই যে নিয়ম নিদ্ধারিত করিলেন, ১৭৭৪ সালে, ১লা আগষ্ট, তদনুযায়ী কাৰ্য্যারম্ভ হইবেক । হেষ্টিংস সাহেব, বাঙ্গালার রাজকাৰ্য্যনিৰ্বাহ বিষয়ে, সবিশেষ ক্ষমতাপ্রকাশ করিয়াছিলেন ; এজন্য, তিনি গবর্ণর জেনেরলের পদ প্রাপ্ত হইলেন । সুপ্রীম কেন্সিলে তাহার সহিত রাজকাৰ্য্যের পর্য্যালোচনার্থে, চারি জন মেম্বর নিযুক্ত হইলেন। ইহাদের মধ্যে, বারওয়েল সাহেব, বহু কাল অবধি, এতদ্দেশে রাজকাৰ্য্যে নিযুক্ত ছিলেন ; আর, কর্ণেল মন্সন, সব জন ক্লবরিং, ও ফ্রান্সিস সাহেব, এই তিন জন, ইহার পূৰ্ব্বে, কখনও এ দেশে আইসেন নাই । হেষ্টিংস, এই তিন নূতন মেম্বরের মান্দ্রাজে পহুছিবার সংবাদ শ্রবণ মাত্র, তাহাদিগকে এক অনুরাগসূচক পত্র লিখিলেন ; তাহারা খাজরীতে পহুছিলে, কোন্সিলের প্রধান মেম্বরকে তাহদের সহিত সাক্ষাৎ করিতে পাঠাইলেন, এবং তাহার এক জন নিজ পারিষদও,