পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ 《이 করিয়া, কলিকাতায় আসিতে আজ্ঞা দিলেন ; আর, হেষ্টিংস সাহেব নবাবের সহিত যে সকল বন্দোবস্ত করিয়াছিলেন, সে সমস্ত অগ্রাহ করিয়া, তাহার নিকট নূতন বন্দোবস্তের প্রস্তাব করিয়া পাঠাইলেন। হেষ্টিংস তাহাদিগকে ক্ষান্ত হইতে অনুরোধ করিলেন, এবং কহিলেন, এরূপ হইলে সৰ্ব্বত্র প্রকাশ হইবেক যে, গবর্ণমেণ্ট মধ্যে অনৈক্য উপস্থিত হইয়াছে। এতদেশীয় লোকের গবর্ণরকে গবর্ণমেণ্টের প্রধান বিবেচনা করিয়া থাকে ; এক্ষণে, তাহাকে এরূপ ক্ষমতাশূন্ত দেখিলে, সহজে বোধ করিতে পারে যে, রাজবিপ্লব উপস্থিত হইয়াছে। কিন্তু, ফ্রান্সিস ও তৎপক্ষীয়ের, রোষ ও দ্বেষের বশবৰ্ত্তী হইয়া, তাহাতে কর্ণপাত করিলেন না । দেশীয় লোকেরা, অল্প কাল মধ্যে, কোন্সিলের এবংবিধ বিবাদের বিষয় অবগত হইলেন, এবং ইহাও জানিতে পারিলেন, হেষ্টিংস সাহেব এত কাল সকলেব প্রধান ছিলেন, এক্ষণে আর তাহার কোনও ক্ষমতা নাই । অতএব, যে সকল লোক তৎকৃত কোন ও কোনও ব্যাপারে অসন্তুষ্ট ছিল, তাহারা, ফ্রান্সিস ও তৎপক্ষীয় মেস্বরদিগের নিকট, তাহার নামে অভিযোগ করিতে আরম্ভ করিল। তাহারাও, আন্তরিক যত্ন ও উৎসাহ সহকারে, তাহাদের অভিযোগ গ্রাহ করিতে লাগিলেন । ঐ সময়েই, বৰ্দ্ধমানের অধিপতি মৃত তিলকচন্দ্রের বনিতা, স্বীয় তনয়কে সমভিব্য হারে করিয়া, কলিকাতায় উপস্থিত হইলেন । তিনি এই আবেদনপত্র প্রদান করিলেন, আমি, রাজার মৃত্যুর পর, কোম্পানির ইঙ্গরেজ ও দেশীয় কৰ্ম্মচারীদিগকে নয় লক্ষ টাকা উৎকোচ দিয়াছি, তন্মধ্যে হেষ্টিংস সাহেব ১৫০০ ০২ টাকা লইয়াছিলেন । হেষ্টিংস বাঙ্গাল ও পারসীতে হিসাব দেখিতে চাহিলেন ; কিন্তু রাণী কিছুই দেখাইলেন. না । কোনও ব্যক্তিকে সম্মান দান কর। এ পর্য্যন্ত গবৰ্ণমেণ্টের প্রধান ব্যক্তির অধিকার ছিল ; কিন্তু হেষ্টিংসের বিপক্ষের, তাহাকে তুচ্ছ করিয়া, আপনার শিশু রাজাকে খেলাত দিলেন । অতি শীঘ্র শীঘ্ৰ, হেষ্টিংসের নামে ভূরি ভূরি অভিযোগ উপস্থিত হইতে লাগিল । এক জন এই বলিয়া দরখাস্ত দিল যে, হুগলীর ফৌজদার বৎসরে ৭২০ ০০ টাকা বেতন পাইয়া থাকেন ; তন্মধ্যে তিনি হেষ্টিংস সাহেবকে ৩৬০০০ ও তাহার দেওয়ানকে ৪০০ ০২ টাকা দেন। আমি বাৰ্ষিক, ৩২০০০ টাকা পাইলেক্ট, ঐ কৰ্ম্ম সম্পন্ন করিতে পারি। উপস্থিত অভিযোগ গ্রাহ্য করিয়া, সাক্ষ্য লওয়া গেল। হেষ্টিংসের বিপক্ষ মেম্বরের কহিলেন, যথেষ্ট প্রমাণ হইয়াছে। তদনুসারে, ফৌজদার পদচ্যুত হইলেন । অন্ত এক ব্যক্তি, নূ্যন বেতনে, ঐ পদে নিযুক্ত হইলেন ; কিন্তু অভিযোক্তার কিছুই হইল না। br