পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৮০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lo/e প্রথম সংস্করণের প্রথম বারের - v মন্তব্য ۹۹۳۹*** ہfac) یا یہ...tجہf" ہو پناہ جہت H. Aہ ہو ১৭৯৪ শক বামনাথ্যানমূ মধুসুদন তর্কপঞ্চানন ১১৭টি সংস্কৃত শ্লোক রচনা | 〉vqo l করেন। কিন্তু "ভাষারচনায় তাদৃশ অভ্যাস" না থাকায় "শ্ৰীযুত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিকট প্রার্থনা করতে, তিনি শ্লোকগুলি বাঙ্গালীভাষায় অমুবাদিত, ও ব্যয়স্বীকারপূর্বক পুস্তকখানি মুদ্রিত" করিয়া দেন। ১২৯৫ সাল, ১ বৈশাখ নিষ কুতিলাভপ্রয়াস যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ উস্কার শ্বশুর মদনমোহন তর্কালঙ্কারের রচিত শিশুশিক্ষা ১ম-৩য় ভাগের অধিকার লইয়। বিদ্যাসাগরের উপর দোষারোপ করেন । সেই কলঙ্ক অপনোদনের জন্য এই ক্ষুদ্র পুস্তক রচিত হয় । ૪ ! જ ] ১২৯৬ সাল, ১ অগ্রহtয়ণ ংস্কৃত-রচনা বtলাকালেব কতকগুলি সংস্কৃত-বচন । ( গ্রস্থশেষে তারিখ ) ১২৯৭ সাল, ১ জ্যৈষ্ঠ শ্লোকমঞ্জরী কতকগুলি উদ্ভট শ্লোক সংগ্ৰহ । ծ b Տ Ջ ১৯৪৮ সংবৎ, ৯ আশ্বিন বিদ্যাসাগর চরিত বিদ্যাসাগরের মৃত্যুর অব্যবহিত পরে এই ( স্বরচিত ) আত্মজীবনচরিত, “বিদ;াসাগররচিত ‘আত্মজীবনচরিশের কয়েক পৃষ্ঠা" নামে সহিত্যে' (কম্ভিক ১২৯৮, পৃ. ৩৩৮-৪৬ ) প্রকাশিত হয় । নারায়ণচন্দ্র বিদ্যারত্ব পিতার এই আত্মজীবনচরিত পুস্তকাকারে মুদ্রিত করেন।. ইয়াতে বিদ্যাসাগর মহাশয়ের কলিকতা সংস্কুত কলেজে প্রবেশের পুর্ববৰ্ত্তী ঘটনাগুলি বিপুষ্ট করিয়াছেন । ১৮৯২ ] ১২৯৯ সাল, ১৫ বৈশাপ ভূগোলথগোলবৰ্ণনা ১৮৩৯ ( ১৮৩৮ নহে ) খ্ৰীষ্টাব্দে, জন মিয়ব নামে পশ্চিম অঞ্চলের এক সিবিলিয়নের প্রস্তাবে বিদ্যাসাগর “পুরাণ, সুর্য্যসিদ্ধান্ত, ও যুরোপীয মতের অনুযায়ী ভূগোল ও খগোল বিষয়ে কতকগুলি শ্লোক লিথিয়া" পঞ্চাশ টাকা ( এক শত নহে ) পারিতোষিক পাইয়াছিলেন । শ্লোকগুলি বিদ্যাসাগরের জীবদ্দশায় পুস্তকাকারে মুদ্রিত হইতেছিল। উহার মৃত্যুর পর ইহা প্রকাশিত হয়। ইহাতে এখন ৪ ১৮টি শ্লোক দেখা যায় ।