পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৮০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lー/o প্রথম সংস্করণের প্রথম বারের আখ্যাপত্রে প্রকাশকাল -বিজ্ঞাপনে”র তারিখ *** "" ు ఫె లి ఫి ১৩১৪ সাল, ১৭ পেী রামের অধিবাস (খ) সম্পাদিত মন্তব্য ১৮৬৯ সনে বিদ্যাসাগর ‘রামের রাজ্যাভিষেক’ নামে একথানি পুস্তক রচনায় হস্তক্ষেপ করিয়াছিলেন, কিন্তু এই সময় শশিভূষণ চট্টোপাধ্যায় এফ, আর, , এস প্রণীত ঐ নামে একথানি পুস্তক বাহির হওয়ায় (৩ আশ্বিন ১৯২৬ সংবৎ ) বিদ্যাসাগর ঐ পুস্তক-রচনা হইতে বিরত হন । তাহার মৃত্যুর পর তদীয় পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ব “মধ্যে, পিতৃদেব লিখিত অংশ সন্নিবেশিত করিয়া, আদিতে, মহষি বিশ্বামিত্রের সহিত রামচন্দ্রের সিন্ধাএম মন : বিবাহ ও অধোধ। প্রতিগমন , এবং শেষে, তাহার অধিবাস ও রাজা দশরথের, কেকয়ীর সহিত বাদানুবাদেব পর, বনপ্রস্থান পর্যান্ত, উপাথ্যান সঙ্কলিত করিয়া, এবং “রামের অধিবাস' নাম দিয়া, পুস্তকখানি প্রকাশিত" কবেন । ঐ পুস্তকের ৬৮-৮৬ পৃষ্ঠা বিদ্যাসাগবের ब्रbंनौ । বিWIসাগর কয়েক খনি সংস্কৃত ও হিনী গ্রন্থের বিশুদ্ধ সংস্করণ প্রকাশ করিয়ছিলেন । এই সকল গ্রন্থের অনেকগুলির "বিজ্ঞাপণ, বাংলায রচিত এবং পুনমুদ্রিত হইবার যোগ্য। হিন্দী չն ( : ১৮২২, জানুযারি ১৫ বৈতাল পচীসী ইহ। ইংরেজী ভূমিকা-সম্বলিত হিন্দী গ্রন্থ। মহম্মদ শাহর রাজত্বকালে রাজা জয়সিংহের আদেশে সুরাট কবীশ্বব বেতালপঞ্চবিংশতি সংস্কৃত হইতে ব্রজভাষায় অনুবাদ করেন । ইহা আবার ১৮•৫ সনে ফোর্ট উইলিয়ম কলেজ হইতে বৈতাল পচীসী নামে হিন্দী ভাষায় অনুদিত ও প্রকাশিত হয়। এই হিনী অমুবাদ করেন—ললু লাল কবির সাহায্যে মজহর আলী খাঁ ; ফোর্ট উইলিয়ম কলেজের হিন্দুস্থানী-বিভাগের মুনশী তারিণীচরণ মিত্র এই অমুবাদ সংশোধন করিয়া দেন। এই ‘বৈতাল পচীসীর সহিত ১৮৪৩ সনে আগ্রা হইতে প্রকাশিত সংস্করণের পাঠ মিলাইয়া বিদ্যাসাগর বৈতাল পচীসী'র এই অভিনব সংস্করণ প্রকাশ করেন ।