বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ \Syტ জমীদার ও তালুকদারদিগকে পূৰ্ব্বোক্ত প্রকারে কলিকাতায় লইয়া যাইতে দেখিয়া, রাজস্ব দেওয়া এক বারেই রহিত করিল। প্রথম বৎসর, সুপ্রীম কোর্টের জজেরা, সকল জিলাতেই, এইরূপ পরোয়ানা পাঠাইয়াছিলেন । তদৃষ্টে, দেশ মধ্যে, সমুদয় লোকেরই চিত্তে যৎপরোনাস্তি ত্রাস ও উদ্বেগের সঞ্চার হইল। জমীদারেরা, এই ঘোরতর নূতন বিপদ উপস্থিত দেখিয়া, সাতিশয় শঙ্কিত ও উদ্বিগ্ন হইতে লাগিলেন । যে আইন অনুসারে, র্তাহারা বিচারার্থে কলিকাতায় আনীত হইতেন, তাহারা তাহার কিছুই জানিতেন না। সুপ্রীম কোর্ট, ক্রমে ক্রমে, এরূপ ক্ষমতাবিস্তার করিতে লাগিলেন যে, তাহাতে রাজস্ব আদায়ের বিলক্ষণ ব্যাঘাত জন্মিতে লাগিল । তৎকালে রাজস্ব কার্য্যের ভার প্রবিন্সল কোর্ট অর্থাৎ প্রদেশীয় বিচারালয়ের প্রতি অপিত ছিল । পুর্বাবধি এই রীতি ছিল, জমীদারের করদান বিষয়ে অন্যথাচরণ করিলে, তাহাদিগকে কয়েদ করিয়া আদায় করা যাইত। এই পুরাতন নিয়ম, তৎকাল পর্য্যন্ত, প্রবল ও প্রচলিত ছিল । সুপ্রীম কোর্ট এ বিষয়েও তস্তক্ষেপ করিতে আরম্ভ করিলেন । করদানে অমনোযোগী ব্যক্তিরা এই রূপে কয়েদ হইলে, সকলে তাহাদিগকে সুপ্রীম কোটে আপীল করিতে পরামর্শ দিত। তাহারাও, আপীল করিব মাত্র, জামান দিয়া খালাস পাইত। জমীদারেরা দেখিলেন, সুপ্রীম কোটে দরখাস্ত করিলেই, আর কয়েদ থাকিতে হয় না ; অতএব, সকলেই কর দেওয়া রহিত করিলেন । এই রূপে রাজস্বসংগ্রহ প্রায় একপ্রকার রহিত হইয়া আসিল । স্থ প্রীম কোট ক্রমে সৰ্ব্বপ্রকার বিষয়েই হস্তাপণ করিতে লাগিলেন। মফঃসলের ভূমিসংক্রান্ত মোকদ্দমাও তথায় উপস্থিত হইতে লাগিল ; এবং জজেরাও, জিলা আদালতে কোনও কথা জিজ্ঞাসা না করিয়া, ইচ্ছাক্রমে ডিক্ৰী দিতে ও হুকুম জারী করিতে লাগিলেন। পূৰ্ব্বে, ইজারদার অঙ্গীকৃত কর দিতে অসম্মত হইলে, তাহার ইজারা বিক্রীত হইত। কিন্তু সে, নূতন ইজারদারকে স্বপ্রীম কোটে আনিয়া, তাহার সৰ্ব্বনাশ করিত। জমীদার কোনও বিষয় কিনিলে, যোত্রহীনের সুপ্রীম কোটে তাহার নামে নালিশ করিত, এবং তিনি আইনমতে খাজান আদায় করিয়াছেন, এই অপরাধে, দণ্ডনীয় ও অবমানিত হইতেন । সুপ্রীম কোর্ট প্রদেশীয় ফৌজদারী আদালতের উপরেও ক্ষমতাপ্রকাশ করিতে আরম্ভ করিলেন । গবর্ণমেণ্ট ঐ সকল আদালতের কার্য্য মুরশিদাবাদের নবাবের হস্তে রাখিয়াছিলেন। স্বপ্রীম কোর্টের জজের কহিলেন, নবাব মুবারিক উদ্দৌলা সাক্ষিগোপাল মাত্র, সে কিসের রাজা, তাহার সমুদয় রাজ্য মধ্যে আমাদের অধিকার। নবাব ইংলণ্ডের
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।