\)8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা অধিপতির অথবা ইংলণ্ডের আইনের অধীন ছিলেন না ; তথাপি সুপ্রীম কোর্ট র্তাহার নামে পরোয়ান জারী করা ন্যায্য বিবেচনা করিলেন। জজের স্পষ্টই বলিতেন, রাজশাসন অথবা রাজস্বকার্য্যের সহিত যে যে বিষয়ের সম্পর্ক আছে, আমরা সে সমুদয়েরই কর্তা ; যে ব্যক্তি আমাদের আজ্ঞালঙ্ঘন করিবেক, ইংলণ্ডের আইন অনুসারে, তাহার দণ্ডবিধান করিব। কোম্পানির কৰ্ম্মচারীদিগের অবিচার ও অত্যাচার হইতে দেশীয় লোকদিগের পরিত্রাণ করিবার জন্য, এই বিচারালয় স্থাপিত হইয়াছে ; এত অধিক ক্ষমতাবিশিষ্ট না হইলে, সে অভিপ্রায় সিদ্ধ হইতে পারে না । ফলতঃ, সুপ্রীম কোর্টকে সৰ্ব্বপ্রধান ও সুপ্রীম গবর্ণমেণ্টকে অকিঞ্চিৎকর করাই তাহদের মুখ্য উদ্দেশ্য হইয়া উঠিয়াছিল। উপরি লিখিত বিষয়ের উদাহরণ স্বরূপ একটি দেওয়ানী ও একটি ফৌজদারী মোকদম উল্লিখিত হইতেছে । পাটনানিবাসী এক ধনবান মুসলমান, আপন পত্নী ও ভ্রাতৃপুল রাখিয়া, পবলোকযাত্রা করেন । এইরূপ জনরব হইয়াছিল যে, ধনী ভ্রাতৃপুত্রকে দত্তক পুত্ৰ করিয়া যান । ধনীর পত্নী ও ভ্রাতৃপুত্র উভয়ে, ধনাধিকার বিষয়ে বিবদমান হইয়া, পাটনার প্রবিন্সল কোটে মোকদম উপস্থিত করেন। জজেরা, কার্য্যনিৰ্ব্বাহের প্রচলিত রীতি অনুসারে, কাজী ও মুফতীকে ভার দেন যে, তাহার, সাক্ষীর জবানবন্দী লইয়া, মুসলমানদিগের সরা অনুসারে, মোকদ্দমার নিম্পত্তি করেন । তদনুসারে, তাহারা অনুসন্ধান দ্বারা, অবগত হইলেন, বাদী ও প্রতিবাদী যে সকল দলীল দেখায়, সে সমুদায় জাল ; তাহদের এক ব্যক্তিও প্রকৃত উত্তরাধিকারী নহে ; সুতরাং, ঐ সম্পত্তির বিভাগ সরা অনুসারে করা আবশ্বক। তাহার, তদীয় সমস্ত ধনের চতুর্থ অংশ তাহার পত্নীকে দিয়া, অবশিষ্ট বার আন তাহার ভ্রাতাকে দিলেন। এই ভ্রাতার পুত্রকে ধনী দত্তক করিয়া যান। ঐ অবীর সুপ্রীম কোর্টে আপীল করিল। এই মোকদম যে স্পষ্টই সুপ্রীম কোর্টের এলাকার বহির্ভূত, ইহাতে সন্দেহ নাই। কিন্তু জজের, আপনাদের অধিকারভুক্ত করিবার নিমিত্ত, কহিলেন, মৃত ব্যক্তি সরকারী জমা রাখিত, সুতরাং সে কোম্পানির কৰ্ম্মকারক ; সমুদয় সরকারী কৰ্ম্মকারকের উপর আমাদের অধিকার আছে। তাহার। ইহাও কহিলেন, ইংলণ্ডের আইন অনুসারে, পাটনার প্রবিন্সল জজদিগের এরূপ ক্ষমতা নাই যে, তাহার কোনও মোকদমা, নিম্পত্তি করিবার নিমিত্ত, কাহাকেও সোপর্দ করিতে পারেন। অতএব তাহারা স্থির করিলেন, এই মোকদ্দমার সানি তজবজ আবশ্বক। পরে, তাহদের বিচারে ঐ অবীরার পক্ষে জয় হইল, এবং সে তিন লক্ষ টাকা পাইল ।
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।