বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা ماری\ করিলেন। ফৌজদার, আপন বন্ধুবৰ্গ ও আদালতের আমলাগণ লইয়া, বসিয়া আছেন, এমন সময়ে পূৰ্ব্বোক্ত যুরোপীয় উকীল এক জন বাঙ্গালিকে তাহার বাটতে পাঠাইয়া দিলেন। সে ব্যক্তি, বাটতে প্রবেশ পূর্বক, র্তাহার দেওয়ানকে কয়েদ করিবার উপক্রম করিল ; কিন্তু, সকলে প্রতিবাদী হওয়ায়, তাহাকে আপন মনিবের নিকট ফিরিয়া যাইতে হইল। উকীল, এই বৃত্তান্ত শুনিবা মাত্র, কতকগুলি অস্ত্রধারী পুরুষ সঙ্গে লইয়া, বল পূর্বক ফৌজদারের বাটীর মধ্যে প্রবেশ করিবার উদ্যম করিলেন। সেই বাটতে ফৌজদারের পরিবার থাকিত, এজন্য তিনি তাহাদিগকে প্রবেশ করিতে দিলেন না । তাহাতে ভয়ানক দাঙ্গা উপস্থিত হইল। উকীলের এক জন অনুচর, ফৌজদারের পিতার মস্তকে আঘাত করিল ; এবং উকীলও নিজে, এক পিস্তল বাহির করিয়া, ফৌজদারের সম্বন্ধীকে গুলি করিলেন ; কিন্তু, দৈবযোগে, তাহা মারাত্মক হইল না। সুপ্রীম কোর্টের জজ হাউড সাহেব, এই ব্যাপার শুনিয়া, তৎক্ষণাৎ ঢাকার সৈন্তাধ্যক্ষকে লিখিয়া পাইলেন, আপনি উকীলের সাহায্য করিবেন ; আর ইহাও লিখিলেন, আপনি উকীলকে জানাইবেন, তিনি যে কৰ্ম্ম করিয়াছেন, তাহাতে আমাদের যথেষ্ট তুষ্টি জন্মিয়াছে ; সুপ্রীম কোর্ট র্তাহার যথোচিত সহায়তা করিবেন । ঢাকার প্রবিন্সল কোন্সিলের সাহেবেরা গবর্ণর জেনেরল বাহাদুরকে পত্র লিখিলেন, ফৌজদারী আদালতের সমুদয় কাৰ্য্য এক কালে স্থগিত হইল ; এরূপ অত্যাচারের পর, সরকারী কৰ্ম্মের নির্বাহ করিতে তার লোক পাওয়৷ ছুক্ষর হইবেক । গবর্ণর জেনেরল ও কোন্সিলের মেম্বরেরা দেখিলেন, স্থপ্রীম কোট হইতেই গবর্ণমেণ্টের সমুদয় ক্ষমতা লোপ পাইল । কিন্তু, কোনও প্রকারে, তাহাদের সাহস হইল না যে, কোনও প্রতিবিধান করেন। জজের বলিতেন, আমরা ইংলণ্ডেশ্বরের নিযুক্ত ; কোম্পানির সমুদয় কৰ্ম্মকারক অপেক্ষ আমাদের ক্ষমত। অনেক অধিক ; যে সকল ব্যক্তি আমাদের আজ্ঞালঙ্ঘন করিবেক, তাহাদিগকে রাজবিদ্রোহীর দণ্ড দিব । যাহা হউক, পরিশেষে এমন এক বিষয় ঘটিয়া উঠিল যে, উভয় পক্ষকেই পরস্পর স্পষ্ট বিবাদে প্রবৃত্ত হইতে হইল । কাশিজোড়ার রাজার কলিকতাস্থ কৰ্ম্মাধ্যক্ষ কাশীনাথ বাবু, ১৭৭৯ সালের ১৩ই আগষ্ট, রাজার নামে সুপ্রীম কোর্টে এক মোকদম উপস্থিত করিলেন । তাহাতে রাজার উপর এক পরোয়ান বাহির হইল, এবং তিন লক্ষ টাকার জামান চাহ গেল। সেই পরোয়ানা এড়াইবার নিমিত্ত, রাজা অন্তহিত হওয়াতে, উহা জারী না হইয়া ফিরিয়া আসিল । তদনন্তর, তাহার স্থাবর অস্থাবর সমুদয় সম্পত্তি ক্রোক করিবার জন্য, আর এক
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।