o رع এই বাক্য কর্ণগোচর হইবামাত্র, বাসিংটনের জননী বিস্ময় সাগরে মগ্ন হইলেন, এবং আহলাদে পুলকিত কলেবর হইয়। বলিতে লাগিলেন, বত্স, চিরজীবী হও ; যাতার পিতামাতার যথোচিত সম্মান করে, ঈশ্বর তাহাদের অশেষবিধ মঙ্গলবিধান করিয়া থাকেন ; তুমি মাতৃভক্তির যেরূপ উদাহরণ প্রদর্শিত কবিলে, তাহাতে ঈশ্বর তোমাব সৰ্ব্বপ্রকার মঙ্গলবিধান করিবেন, তাহাব সনেদহ নাই । বিদ্যাসাগর মহাশয়ের ‘শব্দমঞ্জরী ও “শব্দসংগ্রহ” সম্বন্ধেও এখানে কিছু বলা প্রয়োজন । যাহার। র্তাহার রচনা পূৰ্ব্বাপর কালানুক্রমিকভাবে অনুধাবন করিয়াছেন, তাহারাই লক্ষ্য করিয়া থাকিবেন, তিনি ভাষাকে সরল করিবার দিকে বরাবরই চেষ্টিত ছিলেন । তাহার শেষ বয়সের লেখা বেনামী পুস্তকগুলিতে এই প্রাঞ্জলতা বিশেষভাবে লক্ষিত হয় ; সংস্কৃত শব্দের পরিবর্তে তংভব ও দেশজ শব্দ প্রয়োগের দিকে তিনি উত্তরোত্তর নজর দিয়াছেন, এই রূপ করাতে তাহার বক্তব্য বিষয়ের যথাযথ প্রকাশে তিনি বিশেষ জোর পাইয়াছেন ৷ ‘শব্দমঞ্জরী’ ও ‘শব্দসংগ্রহ” তাহার এই মনোবৃত্তিরই সাক্ষ্য দিতেছে । ‘শব্দমঞ্জরী নামক অভিধানটি ১৮৬০-৬৫ খ্ৰীষ্টাব্দের মধ্যেই ছাপা হইতেছিল, দুঃখের বিষয় “নিবৃত্তি” পৰ্য্যন্ত গিয়া ইহা নিবৃত্ত হইয়াছে। এই অভিধানটিতে একটি আশ্চৰ্য্য বিষয় লক্ষিত হয়, ইহ। ঠিক সাধারণ অভিধানের মত সমর্থক শব্দেরই সমষ্টি নহে, প্রত্যেকটি সংস্কৃত শব্দকে বিশদ করিবার জন্য ইহাতে সহজ বাক্যাংশ প্রয়োগ করা হইয়াছে ; ‘শব্দমঞ্জরীর পূৰ্ব্বে প্রকাশিত কোনও অভিধানে এরূপ চেষ্টা লক্ষিত হয় না। লোকে যাহতে শব্দার্থ ঠিকমত আয়ত্ত করিতে পারে, সেদিকেই সৰ্ব্বদ। তাহার দৃষ্টি ছিল এবং তাহার ফলেই তিনি শেষজীবনে দেশজ শব্দের একটি তালিকা প্রস্তুত করিতেছিলেন । দুঃখের বিষয় এই তালিকাও সম্পূর্ণ হয় নাই । বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ-পত্রিকায় “শব্দ ংগ্রহ” নামে এই অসম্পূর্ণ তালিকাই মুদ্রিত হইয়াছে। র্তাঙ্গার নিজস্ব সংস্কৃত রচনার নিদর্শনস্বরূপ তুইটি মাত্র পুস্তক আছে, ‘সংস্কৃত রচনা’ ও ভূগোলখগোলবৰ্ণনম্ । এই দুইটি পুস্তকই বিবিধ খণ্ডে মুদ্রিত হইয়াছে। শ্লোকমঞ্জরী অনেকগুলি উদ্ভট শোকের সমষ্টি ; যতদূর মনে হয়, পুস্তকাকারে ইহাই সৰ্ব্বপ্রথম উদ্ভট শ্লোক প্রকাশ । ‘সংস্কৃতভাষা ও সংস্কৃতসাহিত্যশাস্ত্রবিষয়ক প্রস্তাব বাংলা ভাষায় সংস্কৃত ভাষা ও সাহিত্য পরিচয়ের সর্বপ্রথম গ্রস্থ, ইহাও বিবিধ খণ্ডে প্রকাশিত হইয়াছে। বিদ্যাসাগর মহাশয় সম্পাদিত কয়েকটি পুস্তকের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ; এই সকল ভূমিকায় তিনি তাহার সম্পাদন-পদ্ধতি ও গৃহীত পাঠ সম্বন্ধে বিস্তারিত f
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।