পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՀ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা নিৰ্দ্ধারিত হয়। কিন্তু লার্ড কর্ণওয়ালিস দেখিলেন, তৎকাল পর্য্যস্ত, এ বিষয়ের কিছুই নিশ্চিত জানিতে পারা ষায় নাই ; অতএব, অগত্যা, পূৰ্ব্বপ্রচলিত বার্ষিক বন্দোবস্তই আপাততঃ বজায় রাখিলেন । ঐ সময়ে, তিনি, কতকগুলি প্রশ্ন প্রস্তুত করিয়া, এই অভিপ্রায়ে, কালেক্টর সাহেবদিগের নিকট পাঠাইয়া দিলেন যে, তাহারা ঐ সকল প্রশ্নের যে উত্তর লিখিবেন, তদ্বারা ভূমির রাজস্ব বিষয়ের নিগূঢ় তত্ত্ব অবগত হইতে পারিবেন। তাহারা যে বিজ্ঞাপনী দিলেন, তাহা অতি অকিঞ্চিৎকর ; আতি অকিঞ্চিৎকর বটে ; কিন্তু, তৎকালে, তদপেক্ষায় উত্তম পাইবার কোনও আশা ছিল না। অতএব, কর্ণওয়ালিস, আপাততঃ দশ বৎসরের নিমিত্ত বন্দোবস্ত করিয়া, এই ঘোষণা করিলেন, যদি ডিরেক্টরের স্বীকার করেন, তবে ইহাই চিরস্থায়ী করা যাইবেক । অনন্তর, বিখ্যাত সিবিল সরবেণ্ট জন শোর সাহেবের প্রতি, রাজস্ব বিষয়ে, এক নূতন প্রণালী প্রস্তুত করিবার ভার অর্পিত হইল। তিনি উক্ত বিষয়ে সবিশেষ অভিজ্ঞ ও নিপুণ ছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত বিষয়ে তাহার নিজের মত ছিল না ; তথাপি তিনি ঐ বিষয়ে গবর্ণমেণ্টের যথেষ্ট সাহায্য করিয়াছিলেন । এই দশসালা বন্দোবস্তে ইহাই নিৰ্দ্ধারিত হইল, এ পর্য্যন্ত যে সকল জমীদার কেবল রাজস্বসংগ্ৰহ করিতেছেন ; অতঃপর, তাহারাই ভূমির স্বামী হইবেন ; প্রজার তাহাদের সহিত রাজস্বের বন্দোবস্ত করিবেক । দেশীয় কৰ্ম্মচারীরা রাজস্ব সংক্রান্ত প্রায় সমুদায় পুরাতন কাগজপত্র নষ্ট করিয়াছিল ; অবশিষ্ট যাহা পাওয়া গেল, সমুদয়ের পরীক্ষা করিয়া, এবং ইতিপূৰ্ব্বে কয়েক বৎসরে যাহ। আদায় হইয়াছিল, তাহার গড় ধরিয়া, কর নিদ্ধারিত করা গেল। গবর্ণমেণ্ট এরূপও ঘোষণা করিয়া দিলেন, নিষ্কর ভূমির সহিত এ বন্দোবস্তের কোনও সম্পর্ক নাই ; কিন্তু আদালতে ঐ সকল ভূমির দলীলের পরীক্ষা করা যাইবেক ; যে সকল ভূমির দলীল অকৃত্রিম হইবেক, সে সমুদয় বাহাল থাকিবেক ; আর কৃত্রিম বোধ হইলে, তাহ বাতিল করিয়া, ভূমি সকল বাজেয়াপ্ত করা যাইবেক । এই সমুদয় প্রণালী ডিরেক্টরদিগের সমাজে সমৰ্পিত হইলে, তাহার। তাহাতে সম্মত হইলেন এবং ঐ বন্দোবস্তই নিৰ্দ্ধারিত ও চিরস্থায়ী করিবার নিমিত্ত, কর্ণওয়ালিস সাহেবকে অনুমতি দিলেন । তদনুসারে, ১৭৯৩ সালের ২২এ মার্চ, এই বিজ্ঞাপন দেওয়া গেল যে, বাঙ্গালা ও বিহারের রাজস্ব ৩১০৮৯১৫০ টাক, ও বারাণসীর রাজস্ব ৪০০০৬১৫ টাকা, চির কালের নিমিত্ত নিৰ্দ্ধারিত হইল। 前