পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

영8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা কৰ্ম্মচারীদিগের বেতন পূৰ্ব্ববৎ অতি সামান্তই রহিল। উচ্চপদাভিষিক্ত যুরোপীয় কৰ্ম্মচারীর পূৰ্ব্বে কতিপয় শত টাকা মাত্র মাসিক বেতন পাইতেন ; কিন্তু, এক্ষণে র্তাহারা অনেক সহস্র টাকা বেতন পাইতে লাগিলেন । পুৰ্ব্বে, দেশীয় লোকেরা উচ্চ উচ্চ বেতন পাইয়। আসিয়াছিলেন। ফৌজদার বৎসরে যাটি সত্তর হাজার টাকা পৰ্য্যন্ত বেতন পাইতেন ; এক এক মুবার নায়েব দেওয়ান বার্ষিক নয় লক্ষ টাকার নূ্যন বেতন পাইতেন না। কিন্তু, ১৭৯৩ সালে, দেশীয় লোকদিগের অতু্যচ্চ বেতন এক শত টাকার অধিক ছিল না। লার্ড কর্ণওয়ালিস রাজশাসন দৃঢ়ীভূত করিয়াছেন, এবং, চিরস্থায়ী বন্দোবস্ত দ্বারা, দেশীয় লোকদিগের মঙ্গল করিয়াছেন। দেশীয় লোকেরা, তাহার দয়ালুত ও বিজ্ঞতার নিমিত্ত, যে কৃতজ্ঞতাপ্রদর্শন করিয়াছিলেন, তাহ অপাত্রে বিন্যস্ত হয় নাই । ডিরেক্টরের, তাহার অসাধারণগুণদর্শনে অতিশয় সন্তুষ্ট হইয়া, ইণ্ডিয়া হোসে তাহার প্রতিমূৰ্ত্তি সংস্থাপিত করেন, এবং, ভারতবর্ষপরিত্যাগদিবস অবধি বিংশতি বৎসর পর্য্যন্ত, তাহার বার্ষিক পঞ্চাশ সহস্র টাকা বৃত্তি নিদ্ধারিত করিয়া দেন । ২৮এ অক্টোবর, সর জন শোর সাহেব গবর্ণর জেনেরলের পদে অধিরূঢ় হইলেন । তিনি, সিবিল কৰ্ম্মে নিযুক্ত হইয়া, অতি অল্প বয়সে, ভারতবর্ষে আগমন করেন ; কিন্তু, অল্প দিনের মধ্যেই, অসাধারণ বুদ্ধি ও প্রগাঢ় বিবেচনাশক্তি দ্বারা, বিখ্যাত হইয় উঠেন। দশসালা বন্দোবস্তের সময়, তিনি রাজস্ব বিষয়ে এক উৎকৃষ্ট পাণ্ডুলেখ্য প্রস্তুত করেন। ঐ পাণ্ডুলেখ্যে এমন প্রগাঢ় বিদ্যা ও দূরদর্শিতা প্রদর্শিত হয় যে, উহ। ইংলণ্ডের প্রধান মন্ত্রী পিট সাহেবের সম্মুখে উপনীত হইলে, তিনি তদর্শনে সাতিশয় চমৎকৃত হন, এবং, ডিরেক্টরদিগের সহিত সাক্ষাৎ করিয়া, পরামর্শ পূর্বক স্থির করেন যে, লার্ড কর্ণওয়ালিসের পরে, ইহাকেই গবর্ণর জেনেরলের পদে নিযুক্ত করিতে হইবেক । তাহার নিয়োগের পর বৎসর, অতি প্রসিদ্ধ বিদ্যাবান, সুপ্রীম কোর্টের অপক্ষপাতী জজ, সর উইলিয়ম জোন্স, আটচল্লিশ বৎসর বয়ঃক্রম কালে, কালগ্রাসে পতিত হন । সর জন শোর সাহেবের সহিত তাহার বিলক্ষণ সৌহৃদ্য ছিল। শোর সাহেব, তদীয় জীবনবৃত্তান্তের সঙ্কলন করিয়া, এক উৎকৃষ্ট পুস্তক প্রস্তুত ও প্রচারিত করেন । ১৭৯৫ সালে, নবাব মুবারিক উদ্দৌলার মৃত্যু হইলে, তদীয় পুত্ৰ নাজির উলমুলুক মুরশিদাবাদের সিংহাসনে অধিরূঢ় হইলেন । কিন্তু, তৎকালে, মুরশিদাবাদের নবাব নিযুক্ত করা অতি সামান্ত বিষয় হইয়া উঠিয়াছিল ; অতএব, এই মাত্র বলিলেই পৰ্য্যাপ্ত হইবেক, পিতা যেরূপ মাসহারা পাইতেন, পুত্রও সেইরূপ পাইতে লাগিলেন।