এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সুন্দরের বদ্ধমান প্রবেশ । ›ማ টিয়া তোতা ফরিয়াদী কাজাল চন্দন আদি হিরামন লালমন গুয়া ॥ পাহাড়িয়া যত পাখী দেখিতে জুড়ায় আঁখি ডাড়ের উপরে আছে ঝুলি। শিবদুর্গ শিবরাম সদা রাধাকৃষ্ণ নাম না পড়াতে পড়ে এই বুলি ৷ ফিলখানা তার অাগে চিত্তে চমৎকার লাগে নীলগিরি তুল্য করিবর। হাজার হাজার আর ঠাই ঠাই কৃষ্ণসার নীলগাও বাউট বিস্তর। লোহার জিঞ্জির পায় চক্ষু পাকাইয়া চায় পীজিরায় পোষা কত শের । উল্লুক ভল্লুক মেড়া সেয়াগোস ভৈস গড়া জোরায়র জানোয়ার ঢের ॥ যাম্যে দামোদর নদ গড়ভুক্ত বাকী নদ .চৌদিকে বেষ্টিত বেড়বাশ । বুরুজ বিষম উচ্চ পাহাড় তাহার তুচ্ছ জলে চরে লক্ষ লক্ষ হাস ॥ তোপধবনি সীমা কিবা হুড় হুড় রাত্র দিব। নিরস্তর ভূমিকম্প তথা । নামজাদ মালগুলা গায় মাখ রাঙ্গ ধূলা বিক্রমের কত কব কথা ॥ গাছে ডান মারে আঁটা ধমকেতে মাট ফাটা গোড়ামৃদ্ধ উপাড়ে আমনি ।